গোদাগাড়ীর মাদকের গড ফাদার ইউপি সদস্য বাবু বরখাস্ত

- আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৭৬ বার পড়া হয়েছে
রাজশাহী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সদস্য ও মাদকের গড ফাদার সেতাবুর রহমান বাবুকে তার সদস্যপদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ৩০ জুলাই স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (বিভাগ ইউপি)-১ থেকে তাকে সাময়িকভাবে সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি মাটিকাটা ইউনিয়ন পরিষদের কাছে এসে পৌছায়। একই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও ইউপির চেয়ানম্যানসহ সংশ্লিষ্টদের নিদের্শ দেয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সেতাবুর রহমান বাবুর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় দায়েরকৃত মামলা নং-৫, চলতি বছরের ৩ জানুয়ারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) /২৬/৪১ মোতাবেক বিজ্ঞ সিনিয়র দায়রা জজ আদালত, রাজশাহী কর্তৃক অভিযোগপত্র গঠন করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী রাজশাহী প্রশাসক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। যেহেতু, রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সেতাবুর রহমান বাবুর বিরুদ্ধে উল্লিখিত মাদকের অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়, মর্মে সরকার মনে করে। সেহেতু, গোদাগাড়ী উপজেলাধীন ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য সেতাবুর রহমান বাবু কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের সদস্যকে স্বায়ী পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা।