“গোদাগাড়ীতে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে আজ ১ম ধাপের বিতর্ক প্রতিযোগিতা শুরু”
- আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ৯৬৯ বার পড়া হয়েছে
সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রক্ষাগোলা স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায়
আজ বুধবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৪০টি বিদ্যালয় ও ০২টি মহাবিদ্যালয় সর্বমোট ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিতর্ক প্রতিযেগাতিা শুরু হয়েছে। এই বিতর্ক প্রতিযোগতিার প্রতিপাদ্য ছিল “জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, বাল্য বিবাহ প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, জেন্ডার সমতা”।
প্রতিপাদ্য বিষয়সমূহ সামনে রেখে আজ ০৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে “বাল্যবিবাহ: নারীর অগ্রযাত্রায় বাধা” বিষয়ে ‘খ’ গ্রুপের বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়, প্রেমতলী বালিকা উচ্চ বিদ্যালয়, সেখের পাড়া উচ্চ বিদ্যালয় রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়, রাজাবাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়, সোনাদিঘী উচ্চ বিদ্যালয়, হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয় ও গুণীগ্রাম মাধ্যমিক বিদ্যালয় হতে বিজ্ঞান ক্লাবসমূহ অংশগ্রহণ করে।
বির্তক প্রতিযোগিতার সভাপতিত্ব করেন রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মতিউর রহমান এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বেলাল উদ্দীন সোহেল। প্রতিযোগিতার প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী জনাব ইথার আরিফ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বলিয়াডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মামুনুর রশিদ, কাকনহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব ইসমাইল হোসেন, পালপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহাকরী শিক্ষক জনাব মোঃ সেলিম রেজা। প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয় প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়। সমাপনী পর্বে বিজয়ী দলকে অভিনন্দন জানান হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী জনাব মামুনুর রশিদ।
বির্তক প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত, প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন সিসিবিভিও’র নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী।