গোদাগাড়ীতে স্বাস্থ্যবিধি ও পয়ঃনিষ্কাশন সচেতনতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ১৭৮ বার পড়া হয়েছে
সিসিবিভিও-রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায়“ রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় নতুন পযার্য়ের ২০টি রক্ষাগোলা সংগঠনের ৪০ জন নেতৃবৃন্দের অংশগ্রহণে কাঁকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে,দিনব্যাপী প্রাথমিক স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও পয়ঃনিষ্কাশন সচেতনতা ও চর্চা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত প্রশিক্ষণের আলোচ্য সূচি ছিল প্রাথমিক স্বাস্থ্য ও তার গুরুত্বপূর্ণ, বরেন্দ্র অঞ্চলের প্রধান প্রধান রোগ ও তার লক্ষণ, এর প্রাথমিক চিকিৎসা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য, সরকারী প্রতিষ্ঠান থেকে কোন কোন চিকিৎসা পাওয়া যায়, সিসিবিভিও প্রাথমিক স্বাস্থ্য নিশ্চিত করতে কি কি করতে পারে।
উক্ত প্রশিক্ষণের সহায়কের দায়িত্ব এবং প্রশিক্ষণটি পরিচালনা করেন সংস্থার প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ^াস এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন নারী উন্ন্য়ন কর্মকর্তা সবিতা রানী ও সমাজ সংগঠক রঞ্জিত সাওরীয়া।