গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে (২য়) গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩ ১৩১ বার পড়া হয়েছে
আজ সোমবার সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় ১০টি মধ্যম পর্যায়ের রক্ষাগোলা সংগঠনের ০৯ জন নারী ও ০৯ জন পুরুষ সর্বমোট ১৮জন নেতৃবৃন্দের অংশগ্রহণে সিসিবিভিও শাখা কার্যালয় কাকনহাট প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী গ্রাজুয়েশন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচ্য সূচি ছিল রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের গণতান্ত্রিক চর্চা, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ও প্রতিবেশবান্ধব উন্নয়নের জন্য দৈনন্দিন জীবনে চর্চা, গ্রাজুয়েশন প্রক্রিয়ার সূচকসমূহ, আত্মনির্ভরশীল সংগঠন পরিচালনা, সংগঠন শক্তিশালীকরণ ও সঞ্চয়, লেনদেন, সামাজিক পুঁজির ব্যবহার ও যৌথ উদ্যোগ।
গ্রাজুয়েশন সভায় সভাপতিত্ব করেন পাহাড়িয়া বাইসির সভাপতি রঘুনাথ পাহাড়িয়া। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, সহযোগিতা করেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, মাঠ কর্মকর্তা পৌল টুডু এবং সভায় সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক রঞ্জিত সাওরিয়া।