গোদাগাড়ীতে রক্ষাগোলার যুব-যুবাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের ২০ জন যুব সদস্যের অংশগ্রহণে কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে দুই দিনব্যাপী রক্ষাগোলার যুব-যুবাদের নেতৃত্ব উন্নয়ন (৩য় ব্যাচ) প্রশিক্ষণটি আজ শুরু হয়েছে।আজ শনিবার অনুষ্ঠিত প্রশিক্ষণে দুইদিনব্যাপী আলোচিত হবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজে যুব-যুবাদের নৈতিক, সামাজিক, অর্থনৈতিক, জাতিগত-সাংস্কৃতিক, রাজনৈতিক দায়বদ্ধতা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্রাম সমাজ সংগঠনে যুব-যুবাদের কাজ করবার সুবিধা, অসুবিধা ও তা দূর করার উপায়, রক্ষাগোলা কর্মসূচির বিকাশ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজ উন্নয়নের সাথে সম্পর্ক, যুব-যুবাদের রক্ষাগোলা সংগঠনে ভ‚মিকা, এক্ষেত্রে রক্ষাগোলা সংগঠনে যুব উপ-কমিটিকে কাজে লাগানোর প্রক্রিয়া, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মূল কার্যক্রমসমূহ ও যুব-যুবারা কিভাবে কার্যক্রমের সাথে থাকবে। সামাজিক পর্যায়ে প্রতিবেশবান্ধব দৈনন্দিন অভ্যাস ও চর্চা গড়ে তুলতে ভ‚মিকা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমাজে যুব-যুবাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, জাতিগত ঐতিহ্য রক্ষায় ভ‚মিকা, ডিজিটাল মিডিয়ায় যুব-যুবাদের দায়িত্বশীল আচরণ, রক্ষাগোলা সংগঠনে স্বেচ্ছাসেবী ভ‚মিকা পালনের ক্ষেত্রে তাদের কর্মপরিকল্পনা।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ, উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম। প্রশিক্ষণটি পরিচালনা করেন সিসিবিভিও’র মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক (শিক্ষা) ইমরুল সাদাত।