সভাপতি সুজাউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক নির্বাচিত
গোদাগাড়ী উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ৭ম সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
গোদাগাড়ী উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির ৭ম সম্মেলন ও অবসরপ্রাপ্তদের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার লোটাস কমিউনিটি সেন্টার রাজশাহীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মেলনে গোদাগাড়ী উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নতুন পরিচালনা কমিটি গঠিত হয়। সভাপতি পদ নির্বাচিত হন কাঁকনহাট কলেজের অধ্যক্ষ মোঃ সুজাউদ্দিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মালেক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন চব্বিশনগর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ হুমায়ন কবির ।
গুলগোফুর স্কুল এন্ড কলজের সাবেক অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিকাটা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আইনুল হক, বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, গোদাগাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, সাবেক অধ্যক্ষ সরকার শরিফুল ইসলাম সহ সকল কলেজের অধ্যক্ষ মহোদয় গণ।