গোদাগাড়ীতে ৩৯ টি মন্ডপে পালিত হবে দুর্গাপূজা
- আপডেট সময় : ০৪:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে ৩৯ টি মন্ডপে পালিত হবে দুর্গাপূজা। দূর্গোৎসবকে সামনে রেখে উপজেলার সনাতন হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন চলছে সাজ সাজ রব। সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গোৎসব উদযাপনে দুর্গা মন্ডপ গুলোকে সাজানো হচ্ছে মনোরম সাজে। ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে এই ধর্মীয় উৎসব শুরু হবে।
পিরিজপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ দেববিগ্রেহের প্রহিত (ঠাকুর) অরুন চন্দ্র পান্ডে বলেন, আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। সময় নেই। দুর্গা মন্ডপ সাজানোর কাজ চলছে।
অন্যদিকে কারিগররা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে। প্রতিমা তৈরী কারিগরদের সাথে কথা বললে তারা বলেন, প্রতিমা তৈরীর কাজে দম ফেলার সময় নেই। যে সব প্রতিমার বায়না নেওয়া হয়েছে তাদের নিদিষ্ট সময়ের মধ্যে প্রতিমা দিতে হবে।
এদিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসন গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুর্গাপূজা পালনে প্রস্তুতিমূলক সভা সম্পুর্ণ করেছে। প্রস্তুতিমূলক সভায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার বিষয়টি উঠে এসেছে।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণের জন্য সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো নিশ্চিতকরণ, আনসার, পুলিশ নিয়োগ ছাড়াও র্যাবের টহল দল, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকা ও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শারদীয় দুর্গাপুজা শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখবেন। যদি কেউ এই শারদীয় দুর্গা উৎসবে অশুভ কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।