ঢাকা ১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে ৩৯ টি পুজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

সেলিম সানোয়ার পলাশ //
  • আপডেট সময় : ০১:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আজ বুধবার (৯ আক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ৩৯ টি পুজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব । আগামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের।
পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের।
রামকৃষ্ণ মিশনের নির্ঘণ্টে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা ১০ মিনিটে সায়াংকালে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা বিকেল ৫টার পরে আরম্ভ হবে।
পূজাকে আনন্দমুখর করে তুলতে উপজেলার মন্দির গুলোতে বর্ণাঢ্য প্রস্তুতি শেষ হয়েছে। এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।
গোদাগাড়ী উপজেলার ৩৯ টি পুজা মন্ডপ গুলো হলো ঃ
গোদাগাড়ী পৌরসভায় গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির, বারইপাড়া(গুড়িপাপাড়া) দুর্গা মন্দির, ভগবন্তপুর সার্বজনীন দুর্গা মন্দির। কাকনহাট পৌর সভায় আব্দুলপুর সেরেপাড়া দুর্গা মন্দির, সুন্দরপুর (দলদলা) দুর্গাপুজা মন্দির, গোদাগাড়ী ইউনিয়নে রাহী শ্রীশ্রী দুর্গা মন্দির। মোহনপুর ইউনিয়নে পাকা দুর্গাপুজা মন্দির, সহড়াপাড়া দুর্গপুজা মন্দির-১, ঠাকুর যৌবন দুর্গাপুজা মন্দির, বাবুডাই দুর্গা মন্দির, দুধাই কাঠালপুকুর দুর্গা মন্দির, সহড়াপাড়া দুর্গা মন্দির-২, কাগটিয়া দুর্গাপুজা মন্দির, চান্দলাই দুর্গাপুজা মন্দির, ডাংগাপাড়া দুর্গা মন্দির। পাকড়ি ইউনিয়নে ঝিনা ঝালপুকুর দুর্গাপুজা মন্প, ঝিনা কামার পাড়া দুর্গাপুজা মন্ডপ, পাকড়ী লহড়াপাড়া দুর্গাপুজা মন্দিও, দেব্রতশ্রী বিশ্ব দেবনাথ ঠাকুর মন্দির, গৌরিপুর কর্মকার দুর্গা মন্দির। রিশিকুল ইউনিয়নে ছাতনীপাড়া দুর্গা মসিন্দর, ঝিকড়াপাড়া দুর্গাপুজা মন্দির, মান্ডইল দুর্গাপুজা মন্দির (পুরাতন), মান্ডইল আনন্দ দুর্গাপুজা মন্দির, আলোকছত্র প্রসাদপাড়া দুর্গাপুজা মন্ডপ, চব্বিশনগর ছয়ঘাটি দুর্গাপুজা মন্ডপ। গোগ্রাম ইউনিয়নে গোগ্রাম দুর্গাপুজা মন্দির, গোগ্রাম মোল্লাপাড়া দুর্গাপুজা মন্দির, মাপিকাটা ইউনিয়নে পিরিজপুর দুর্গাপুজা মন্দির, গোপালপুর দুর্গাপুজা মন্দিও, প্রেমতলী শ্রী শ্রি দুর্গা মন্দির, পিরিজপুর জাগ্রত কালি মন্দির। দেওপাড়া ইউনিয়নে রাজাবাড়ীহাট দুর্গা মন্দির, মুলকিডাইং দুগৃাপুজা মন্দির, নিমতলা দুর্গাপুজা মন্দির, কান্তপাশা শ্রীশ্রী দুর্গা মন্দির। বাসেদেবপুর দুর্গাপুজা মন্দিও ও বালিয়াঘাট্রা দুর্গাপুজা মন্দির।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণের জন্য সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো নিশ্চিতকরণ, আনসার, পুলিশ নিয়োগ ছাড়াও র‌্যাবের টহল দল, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়া হবে। শারদীয় দুর্গাপুজা শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখছেন। যদি কেউ এই শারদীয় দুর্গা উৎসবে অশুভ কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ৩৯ টি পুজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

আপডেট সময় : ০১:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আজ বুধবার (৯ আক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে ৩৯ টি পুজা মন্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসব । আগামী রোববার (১৩ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই উৎসবের।
পঞ্জিকা অনুযায়ী, আজ ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী, ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের।
রামকৃষ্ণ মিশনের নির্ঘণ্টে বলা হয়েছে, বুধবার সকাল ৬টা ১০ মিনিটে সায়াংকালে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা বিকেল ৫টার পরে আরম্ভ হবে।
পূজাকে আনন্দমুখর করে তুলতে উপজেলার মন্দির গুলোতে বর্ণাঢ্য প্রস্তুতি শেষ হয়েছে। এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।
গোদাগাড়ী উপজেলার ৩৯ টি পুজা মন্ডপ গুলো হলো ঃ
গোদাগাড়ী পৌরসভায় গোদাগাড়ী কেন্দ্রীয় মন্দির, বারইপাড়া(গুড়িপাপাড়া) দুর্গা মন্দির, ভগবন্তপুর সার্বজনীন দুর্গা মন্দির। কাকনহাট পৌর সভায় আব্দুলপুর সেরেপাড়া দুর্গা মন্দির, সুন্দরপুর (দলদলা) দুর্গাপুজা মন্দির, গোদাগাড়ী ইউনিয়নে রাহী শ্রীশ্রী দুর্গা মন্দির। মোহনপুর ইউনিয়নে পাকা দুর্গাপুজা মন্দির, সহড়াপাড়া দুর্গপুজা মন্দির-১, ঠাকুর যৌবন দুর্গাপুজা মন্দির, বাবুডাই দুর্গা মন্দির, দুধাই কাঠালপুকুর দুর্গা মন্দির, সহড়াপাড়া দুর্গা মন্দির-২, কাগটিয়া দুর্গাপুজা মন্দির, চান্দলাই দুর্গাপুজা মন্দির, ডাংগাপাড়া দুর্গা মন্দির। পাকড়ি ইউনিয়নে ঝিনা ঝালপুকুর দুর্গাপুজা মন্প, ঝিনা কামার পাড়া দুর্গাপুজা মন্ডপ, পাকড়ী লহড়াপাড়া দুর্গাপুজা মন্দিও, দেব্রতশ্রী বিশ্ব দেবনাথ ঠাকুর মন্দির, গৌরিপুর কর্মকার দুর্গা মন্দির। রিশিকুল ইউনিয়নে ছাতনীপাড়া দুর্গা মসিন্দর, ঝিকড়াপাড়া দুর্গাপুজা মন্দির, মান্ডইল দুর্গাপুজা মন্দির (পুরাতন), মান্ডইল আনন্দ দুর্গাপুজা মন্দির, আলোকছত্র প্রসাদপাড়া দুর্গাপুজা মন্ডপ, চব্বিশনগর ছয়ঘাটি দুর্গাপুজা মন্ডপ। গোগ্রাম ইউনিয়নে গোগ্রাম দুর্গাপুজা মন্দির, গোগ্রাম মোল্লাপাড়া দুর্গাপুজা মন্দির, মাপিকাটা ইউনিয়নে পিরিজপুর দুর্গাপুজা মন্দির, গোপালপুর দুর্গাপুজা মন্দিও, প্রেমতলী শ্রী শ্রি দুর্গা মন্দির, পিরিজপুর জাগ্রত কালি মন্দির। দেওপাড়া ইউনিয়নে রাজাবাড়ীহাট দুর্গা মন্দির, মুলকিডাইং দুগৃাপুজা মন্দির, নিমতলা দুর্গাপুজা মন্দির, কান্তপাশা শ্রীশ্রী দুর্গা মন্দির। বাসেদেবপুর দুর্গাপুজা মন্দিও ও বালিয়াঘাট্রা দুর্গাপুজা মন্দির।
উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানায়, এবারের পূজায় সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণের জন্য সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ, পর্যাপ্ত আলো নিশ্চিতকরণ, আনসার, পুলিশ নিয়োগ ছাড়াও র‌্যাবের টহল দল, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়া হবে। শারদীয় দুর্গাপুজা শুরু থেকে শেষ পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয় প্রশাসন সজাগ দৃষ্টি রাখছেন। যদি কেউ এই শারদীয় দুর্গা উৎসবে অশুভ কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।