সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ১২:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মো. আব্দুল মমিন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক আব্দুল মমিন গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রবিবার (১ জুন) রাত ১টা ৪৫ মিনিটে সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজাবাড়ীহাট এলাকার চৈতন্যপুরগামী সড়কের হাঠাৎপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটকের সময় তার পরিহিত লুঙ্গির কোঁচর থেকে মুখবন্ধ একটি সাদা পলিথিনে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল মমিনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।