গোদাগাড়ীতে সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন

- আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পিতবার (২ ই জানুয়ারী) সকাল ১০ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে জমকালো আয়োজনে, উৎসব মুখর পরিবেশে, র্যালির মাধ্যমে দিবসটির শুভ উদ্বোধন করা হয়। র্যালি শেষে রাজশাহীর গোদাগাডী উপজেলা পরিষদ হলরুমে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডার আয়োজন করা হয়।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার
আবুল হায়াত।
আড্ডায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও সেবাগ্রহীতাগণ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হায়াত জানান প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ও মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সব খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা উভয়ই বৃদ্ধি করা হয়। গণমানুষের কল্যাণে প্রয়োজনীয় এসব কর্মসূচি আমরা আগামীতেও অব্যাহত রাখব।