গোদাগাড়ীতে শহীদ বীরসা মুন্ডার ১২৫ তম আত্মত্যাগ দিবস অনুষ্ঠিত

- আপডেট সময় : ০২:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
গোদাগাড়ী উপজেলার কাকনহাটে শহীদ বীরসা মুন্ডার ১২৫তম আত্মত্যাগ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (০৯ জুন) সিসিবিভিও’র আয়োজনে, ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় ও রক্ষাগোলা সমন্বয় কমিটির উদ্যোগে রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী’র আওতায় এই আত্মত্যাগ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে রক্ষাগোলা সংগঠনসমূহ থেকে সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কাকনহাট পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণ অভিমুখী র্যালীর মাধ্যমে শহীদ বীরসা মুন্ডা দিবসের কার্যক্রম শুরু হয়। র্যালী শেষে রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের সদস্যবৃন্দ ও সিসিবিভিও কর্মীবৃন্দ শহীদ বীরসা মুন্ডার বৃটিশ বিরোধী আন্দোলন ও তার আত্মত্যাগের মহিমাকে স্মরণ করে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী অর্পণ পরবর্তী সিসিবিভিও শাখা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সংগঠক মানিক এক্কার সঞ্চালনায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। এছাড়াও বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। দিবসটি উদযাপনে আরো উপস্থিত ছিলেন সিসিবিভিও’র প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী ও সমাজ সংগঠকবৃন্দ।