গোদাগাড়ীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুক্রবার শুরু
- আপডেট সময় : ০৫:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে দুইদিন ব্যাপি শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ আগামী কাল শুক্রবার শুরু হতে যাচ্ছে। বারোমাইল শহীদ স্মৃতি সংঘের আয়োজনে গোদাগাড়ী উপজেলার সেখেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আগামী কাল শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি এ খেলাা অনুষ্ঠিত হবে।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থীত থাকবেন ৬নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এহেসানুল কবির টুকু। উদ্বোধক হিসাবে ১ম দিন শুক্রবার খেলা উদ্বোধন করবেন রাজশাহী জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মোঃ শামিম ইকবাল খঞ্জন।
দুইদিন ব্যাপি এই শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এ ১৬টি দল অংশ গ্রহন করবে।
অংশগ্রহনকারী দলগুলো হলোঃ
বারোমাইল শহীদ স্মৃতি সংঘ, মা মরিওয়ম ট্রেডার্স বিদিরপুর, চাপাইনবাবগঞ্জ সেভেন স্টার, সাব্বির একাদশ চাপাইনবাবগঞ্জ, উদপুর একাদশ, রুবেল একাদশ মাদ্রাসা মোড়, আশিক একাদশ রাজশাহী, মাফিকুল একাদশ রাজশাহী, বন্ধু একাদশ গোদাগাড়ী, সালাউদ্দিন একাদশ বারোমাইল, মানিক একাদশ ভুগরইল, সাইফান একাদশ চাপাল, মোহনপুর সংঘ রাজশাহী, হৃদয় একাদশ কমরপুর, শান্ত একাদশ কাকনহাট ও জনি একাদশ রাজশাহী।