ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল-মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোগ্রাম ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকালে আয়োজিত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়ামোদী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

খেলাটি উদ্বোধণ করেন গোগ্রাম ইউনিয়ন পরিষদেরভা রপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসলাম আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ বাস টার্মিনালের ভাইস-চেয়ারম্যান ও দেশ ট্রাভেলসের পরিচালক বজলুর রহমান রতন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান লিটন, আমেরিকা প্রবাসী ও কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর পরিচালক মামুনুল ইসলাম জেড ।
গোগ্রাম ফুটবল একাডেমির পরিচালক মোঃ আব্দুল কাবির বলেন, “আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে থেকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত হোক। এই আয়োজনের মাধ্যমে আমরা সমাজে একটি ইতিবাচক বার্তা দিতে চাই।”

এই প্রীতি ম্যাচটি শুধু একটি ক্রীড়ানুষ্ঠান নয়, বরং সমাজকে সচেতন করার একটি প্রয়াস। স্থানীয় জনগণ ও অতিথিদের উপস্থিতিতে এই আয়োজন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা যেমন ছড়িয়ে পড়ে, তেমনি নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহও বৃদ্ধি পায়। গোগ্রাম ফুটবল একাডেমির এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল-মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গোগ্রাম ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) বিকালে আয়োজিত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়ামোদী জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

আয়োজনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

খেলাটি উদ্বোধণ করেন গোগ্রাম ইউনিয়ন পরিষদেরভা রপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসলাম আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, বাংলাদেশ বাস টার্মিনালের ভাইস-চেয়ারম্যান ও দেশ ট্রাভেলসের পরিচালক বজলুর রহমান রতন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান লিটন, আমেরিকা প্রবাসী ও কিশোর ফুটবল একাডেমির সভাপতি আরমান পারভেজ ধুলু, কিশোর ফুটবল একাডেমি রাজশাহীর পরিচালক মামুনুল ইসলাম জেড ।
গোগ্রাম ফুটবল একাডেমির পরিচালক মোঃ আব্দুল কাবির বলেন, “আমরা চাই যুবসমাজ মাদক থেকে দূরে থেকে ক্রীড়া ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত হোক। এই আয়োজনের মাধ্যমে আমরা সমাজে একটি ইতিবাচক বার্তা দিতে চাই।”

এই প্রীতি ম্যাচটি শুধু একটি ক্রীড়ানুষ্ঠান নয়, বরং সমাজকে সচেতন করার একটি প্রয়াস। স্থানীয় জনগণ ও অতিথিদের উপস্থিতিতে এই আয়োজন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়েছে।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা যেমন ছড়িয়ে পড়ে, তেমনি নতুন প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহও বৃদ্ধি পায়। গোগ্রাম ফুটবল একাডেমির এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়।