“গোদাগাড়ীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ শিরোনামে গত ৩১ আগষ্ট অনলাইন নিউজ পোটাল পদ্মা টাইমস ও ১ লা সেপ্টম্বর/ ২০২৪ ইং তারিখ দৈনিক সানশাইন পত্রিকায়” সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোন বিএনপির নেতাকর্মীর নামে মামলা করিনি। ৫ আগষ্ট শ্বৈরচার হাসিনা সরকারের পতনের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল আওয়ামীলীগের সন্ত্রাসীরা গুলি ছুড়ে আমাকেসহ আন্দোলনকারীদের আহত করেছিল তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে থানায় মামলা করেছি।
আওয়ামীলীগের সন্ত্রাসীদের বাঁচাতে এবং মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি থেকে বহিস্কৃত হেনা মাষ্টারের কাছ থেকে টাকা নিয়ে আওয়ামীলীগের সময় সুবিধাভোগি আওয়ামীলীগের দালাল বিএনপি রুপি কিছু কুচক্রিমহল এই মানবন্ধন ও বিক্ষোভ করেছে। বিএনপি রুপি কিছু কুচক্রিমহল আওয়ামীলীগের দালালদের জন্য সাধারন মানুষের কাছে বিএনপির ভামুর্তি নষ্ট হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানায়। সাথে সাথে বিএনপির হাই কমান্ডের কাছে বিএনপি রুপি কুচক্রিমহল আওয়ামীলীগের দালালদের বিচারের দাবি জানাচ্ছি।
প্রতিবাদকারী
আব্দুল হামিদ বাবলু
ফরাদপুর, গোদাগাড়ী, রাজশাহী।