গোদাগাড়ীতে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:২০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে প্রেমতলী আজাদ ক্লাব প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোদাগাড়ী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত।
গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড: আশরাফ মল্লিকের সঞ্চালনায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আবুল হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ বাবলু, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহমদ আলী, সাবেক সহসভাপতি তোজাম্মেল হক, গোদাগাড়ী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুলতানুল বাশার, ফরিদ উদ্দিন।
বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করছে। তাই সীমিত আকারে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বন্যাপীড়িত অসহায় মানুষের জন্য উপস্থিত নেতা কর্মীরা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেন।
আরও উপস্থিত ছিলেন- মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলু, সহ সভাপতি রেজাউল করিম দুলু, বিএনপি নেতা জাকারিয়া মেম্বারসহ নেতা কর্মী বৃন্দ।