গোদাগাড়ীতে পচা-বাসি খাবার বিক্রি ও খাবারে ক্ষতিকর কেমিকেল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

- আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসি খাদ্যদ্রব্য বিক্রি এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। উপজেলার গোপালপুর এবং রাজাবাড়ীহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫২ ধারায় পরিচালিত এ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রথমে গোপালপুরের খাইরুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ মেলে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও পচা খাদ্য বিক্রির দায়ে মালিক খাইরুল ইসলাম (৪৭) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে রাজাবাড়ীহাটের চাঁপাই হোটেল-এ অভিযান চালানো হয়। সেখানে খাবারে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অপরিচ্ছন্ন পরিবেশ ও ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে হোটেলের মালিক বিকাশ সাহা (৪৫) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন গোপালপুরে রাস্তার পাশে ভাতের হোটেলের মালিক মোঃ টনি (৩০) কে অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সচেতন নাগরিকরা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।