গোদাগাড়ীতে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

- আপডেট সময় : ০৫:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
রাজশাহী গোদাগাড়ীতে ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ামিন (২২) নামের একযুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন বোদামারি গ্রামের আব্দুল কালামের ছেলে।
এলাকাবাসী ও ইয়ামিনের পরিবার সুত্রে জানা যায়, ভোরে ইয়ামিন টমেটোর ক্ষেতে পানি দেওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। টমেটোর ক্ষেতে পানি দেওয়ার জন্য আলিমুদ্দিনের ড্রাগোনের বাগানের আইল দিয়ে যাওয়ার সময় ড্রাগন বাগানে টাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ইয়ামিন মৃত্যু বরণ করে। সকাল প্রায় ৮টা ৪০ মিনিটের সময় ইয়ামিনের ভাই জামাল ইয়ামিনের দেরি দেখে ইমামিনকে মোবাইলে ফোন দিয়ে না পেয়ে তাকে খুজতে গিয়ে দেখে ড্রাগন বাগানের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ইয়ামিন পড়ে আছে। জামাল বিদ্যুতের তারে ইয়ামিনকে ধরে নিয়েছে বলে চিৎকার দিলে বাগানের শ্রমিক ও এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসী এসে দেখে ইয়ামিন মারা গেছে। পরে প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে যান। ঘটনা স্থল থেকে পুলিশ মরা দেহ প্রেমতলী তদন্ত কেন্দ্রে নিয়ে আসলে পরিবারের পক্ষ থেকে না দাবি জানানো হয়। কোন প্রকার দাবি দাওয়া ছাড়ায় এবং ময়না তদন্ত ছাড়াই মৃত দেহ দাফনের জন্য নিয়ে যেতে চাই পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের কোন প্রকার দাবি দাওয়া না থাকায় পুলিশ মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
এবিষয়ে মৃত ইয়ামিনের পিতা ও পরিবারের সদস্যরা বলেন, ইয়ামিনের মৃত্যুর বিষয়ে কাওকে আমরা দোষারোপ করছি না। কারো প্রতি আমাদের কোন অভিযোগ বা দাবি দাওয়া নাই।
এ বিষয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সামিউল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় ও মৃতের পরিবারের পক্ষ থেকে না দাবি দেওয়ায় ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য মরা দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান এস আই সামিউল ইসলাম।