ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঋণের টাকা না পেয়ে নারীকে রাতে তালাবদ্ধ করে রাখল পল্লী উন্নয়ন বোর্ড কুষ্টিয়ায় নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার পাকিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি রাষ্ট্রপতির ইসরাইলি বর্বরতায় একদিনে আরও ৮২ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লিগ : খালেদের ৪ উইকেটে জয়ে শুরু রংপুরের ২১ জেলায় পানির নিচে ৭২ হাজার হেক্টর জমির ফসল টানা বৃষ্টির প্রভাব কাঁচাবাজারে, মরিচের কেজি প্রায় ৩০০ টাকা

গোদাগাড়ীতে জলবায়ু-বান্ধব কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির দিকে ঝুঁকছে দেশের প্রান্তিক কৃষকরা। আর সে লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে শুরু হয়েছে । ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

মেলাটি আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায়। এতে কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি ও পানি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রযুক্তি প্রদর্শনী, তথ্যভিত্তিক আলোচনা এবং বাস্তব উদাহরণ উপস্থাপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ উম্মে ছালমা। তিনি বলেন,
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে টেকসই ও আধুনিক করতে হবে। কম পানি, কম সার এবং পরিবেশবান্ধব উপায়ে উৎপাদনের মাধ্যমে কৃষক যেমন লাভবান হবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।

সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, এবং যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা।

বক্তারা বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কৃষকরা পিছিয়ে পড়বে। তাই উন্নত জাত, আধুনিক সেচ পদ্ধতি, কম্পোস্ট সার, স্মার্ট ওয়েদার পূর্বাভাস এবং জলবায়ু সহনশীল চাষাবাদের ওপর জোর দেওয়া হচ্ছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল ১২০ জাতের আম প্রদর্শনী। স্থানীয় আমচাষিরা নিজ নিজ স্টলে দেশি ও বিদেশি জাতের আম প্রদর্শন করেন। এতে আমচাষিরা যেমন নিজেদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরতে পারছেন, তেমনি নতুন জাত সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরাও।

মেলার উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

মেলায় অংশ নেওয়া কৃষক সালাউদ্দিন বলেন, আগে জানতাম না যে এত সহজে পানির ব্যবহার কমিয়ে ধান বা সবজি চাষ করা যায়। এখন নিজের চোখে দেখে শিখতে পারছি।

এ ধরনের মেলা কেবল প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং এটি কৃষককে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করছে। ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গোদাগাড়ীর মতো সীমান্তবর্তী অঞ্চলে কৃষি টেকসই ও লাভজনক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে জলবায়ু-বান্ধব কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট সময় : ১১:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির দিকে ঝুঁকছে দেশের প্রান্তিক কৃষকরা। আর সে লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে শুরু হয়েছে । ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

মেলাটি আয়োজন করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায়। এতে কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি ও পানি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রযুক্তি প্রদর্শনী, তথ্যভিত্তিক আলোচনা এবং বাস্তব উদাহরণ উপস্থাপন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ উম্মে ছালমা। তিনি বলেন,
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিকে টেকসই ও আধুনিক করতে হবে। কম পানি, কম সার এবং পরিবেশবান্ধব উপায়ে উৎপাদনের মাধ্যমে কৃষক যেমন লাভবান হবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে।

সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, এবং যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা।

বক্তারা বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে কৃষকরা পিছিয়ে পড়বে। তাই উন্নত জাত, আধুনিক সেচ পদ্ধতি, কম্পোস্ট সার, স্মার্ট ওয়েদার পূর্বাভাস এবং জলবায়ু সহনশীল চাষাবাদের ওপর জোর দেওয়া হচ্ছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল ১২০ জাতের আম প্রদর্শনী। স্থানীয় আমচাষিরা নিজ নিজ স্টলে দেশি ও বিদেশি জাতের আম প্রদর্শন করেন। এতে আমচাষিরা যেমন নিজেদের উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরতে পারছেন, তেমনি নতুন জাত সম্পর্কে আগ্রহ দেখাচ্ছেন দর্শনার্থীরাও।

মেলার উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গোদাগাড়ী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মেলায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

মেলায় অংশ নেওয়া কৃষক সালাউদ্দিন বলেন, আগে জানতাম না যে এত সহজে পানির ব্যবহার কমিয়ে ধান বা সবজি চাষ করা যায়। এখন নিজের চোখে দেখে শিখতে পারছি।

এ ধরনের মেলা কেবল প্রযুক্তি প্রদর্শনের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বরং এটি কৃষককে আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উদ্বুদ্ধ করছে। ফলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গোদাগাড়ীর মতো সীমান্তবর্তী অঞ্চলে কৃষি টেকসই ও লাভজনক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।