সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক//
- আপডেট সময় : ১১:৪২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ীতে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা ডাইংপাড়া স্বাধীন চত্তরে এ্যাড. সালাহ উদ্দীন বিশ^াসের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ডাইংপাড়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীন চত্তরে এসে শেষ হয়। সমাবেসে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধর্ম ধর্মের স্থানে সকলেই যে যার ধর্ম সঠিকভাবে পালন করবে। এতে কোন সমস্যা নেই। কিন্তু ধর্মের দোহায় দিয়ে দেশে অরাজগতা সৃষ্টি করবে, আইনজীবিকে হত্যা করতে এটা কোন দিনই কাম্য নয়। এই রাষ্ট্রদ্রোহী ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে।