গোগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৪৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৫ নং গোগ্রাম ইউনিয়ন বিএনপির কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার গোগ্রাম ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দারিয়াপুর উত্তরপাড়ায় এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মি সমাবেশে গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রউফ দিলিপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।
প্রধান অতিথি শরীফ উদ্দিন তার বক্তবে বলেন, বিএনপি পালানোর দল না। কারা পালিয়েছে তা আপনারা ভালো করে জানেন। ১৯৯৫ সালে ১৫ দিনের মাথায় তত্ত্বাবধায়ক সরকার আইন করে ১৯৯৬ সালে নির্বাচন দেওয়া হয়েছিল্ সেই নির্বাচনে অন্য দল ক্ষমতায় এসেছিল। আমরা পালাইনি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালাইনি। আমাদের নেত্রীর বুকে সাহস ছিল তিনি কোন অন্যায় করেননি। কারা ২০২৪ সালে দেশ ছেড়ে পালিয়েছে তা আপনারা ভালো করে জানেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন তাহলে আপনাদের সকল চাওয়া পাওয়া পুরন হবে ।
বক্তব্য শেষে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে বলেন, যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যেন চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আমাদের নেতৃত্ব দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহবাদক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন,গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, ৭ নং দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাসিরুদ্দিন বাবু, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, গোদাগাড়ী উপজেলা ছাত্র দলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মি।