গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত জবি শিক্ষক সমিতির

- আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থাকার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে সাধারণ সভা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সেখানে সর্বসম্মতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকব না। এক সপ্তাহের মধ্যে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা আজই প্রশাসনের কাছে এ বিষয়ে চিঠি দেব। আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিতে হবে।’
অনেকদিন ধরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার দাবি তোলেন। এর প্রেক্ষিতে ২৭ ফেব্রুয়ারি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনায় বসেছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে ২২ বিশ্ববিদ্যালয়ই গুচ্ছ ভর্তি পরীক্ষায় থাকছে বলে জানিয়েছিলেন মন্ত্রী।
বৈঠকের পর দীপু মনি ঢাকা মেইলকে বলেছিলেন, ‘বৈঠক ভালো হয়েছে। যে ২২টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ছিল তারা সবাই আসছে। আমরা আলোচনা করেছি- গত দুই বছরের পরীক্ষার আলোকে কীভাবে আরও ভালোভাবে পরীক্ষা আয়োজন করা যায়- তা নিয়ে কথা হয়েছে।’ ওই বৈঠকের চার দিন পরই জবি শিক্ষক সমিতি গুচ্ছ ভর্তি পরীক্ষায় না থানার বিষয়ে সিদ্ধান্ত নেয়।