ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গানে গানে ভ্যালেন্টাইন

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

ভালোবাসা দিবস আর বসন্তবরণ উৎসব উদযাপিত হচ্ছে একই সঙ্গে। এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য জনপ্রিয় সব শিল্পীরাও নিয়ে এসেছেন তাদের একক ও দ্বৈত গান। একক গানের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’। এর কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল ও সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।

খান আসিফুর রহমান আগুনের কণ্ঠে শোনা যাচ্ছে ‘এক গ্লাস নীরবতা’ শিরোনামের একটি গান। নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘প্রেমে পড়ার গান’। জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গেয়েছেন ‘পাগলা হাওয়া’ শিরোনামের একটি গান।

ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘মন বুঝলি না’ শোনা যাচ্ছে ভ্যালেন্টাইনের আয়োজনে। প্রকাশ হয়েছে সানিয়া সুলতানা লিজার কণ্ঠে ‘তুমি এলে’ শিরোনামের একটি গান। বাঁধন সরকার পূজাও হাজির হয়েনে ‘এক জনমে হাজার মরন’ নিয়ে। সংগীতশিল্পী আতিয়া আনিসার কণ্ঠে এসেছে ‘মন পাখি’ শিরোনামের একটি গান। মাহতিম সাকিবের কণ্ঠে শোনা যাচ্ছে ‘কী ‘করে তোকে ছুঁই’।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এ প্রজন্মের শিল্পী প্রমা ইসলামকে নিয়ে গেয়েছেন ‘তোমাকে চাই আমি’। তাহসান খান ও আতিয়া আনিসা গেয়েছেন ‘জনম জনম’ শিরোনামের একটি গান। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রিন্স মাহমুদ। দিলশাদ নাহার কণা ও অয়নের কণ্ঠে শোনা যাবে ‘মন বলেছে চুপি চুপি’।

‘বৃষ্টি বিলাস’ শিরোনামে একটি গান করেছেন সিঁথি সাহা ও ভারতের সেলিম মার্চেন্ট। মাহতিম সাকিব ও বাঁধন সরকার পূজার কণ্ঠে এসেছে ‘তুই আমার হবি’। সজীব খানকে সঙ্গে নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা গেয়েছেন ‘বন্ধু তোমার মায়া’ শিরোনামের একটি গান।

এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষ্যে আরও অনেক একক গান আসছে। এরমধ্যে রয়েছে ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্ত দাসের ‘মন্দ হতো না’, রোহান রাজের ‘কত লোকে কত কথা বলে’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মাহতিমের ‘ফেব্র“য়ারি’, শেইখ মিলনের ‘স্বগর্’, সাথী খানের ‘মানুষ এমন কেন হায়’, সৈয়দ অমির ‘গোপনে গোপনে প্রেম’ ইত্যাদি। দিনটিকে কেন্দ্র করে দ্বৈত গানও রয়েছে অনেক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গানে গানে ভ্যালেন্টাইন

আপডেট সময় : ০৩:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ভালোবাসা দিবস আর বসন্তবরণ উৎসব উদযাপিত হচ্ছে একই সঙ্গে। এদিকে বিশ্ব ভালোবাসা দিবসে শ্রোতাদের জন্য জনপ্রিয় সব শিল্পীরাও নিয়ে এসেছেন তাদের একক ও দ্বৈত গান। একক গানের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’। এর কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল ও সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।

খান আসিফুর রহমান আগুনের কণ্ঠে শোনা যাচ্ছে ‘এক গ্লাস নীরবতা’ শিরোনামের একটি গান। নাজমুন মুনিরা ন্যান্সির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘প্রেমে পড়ার গান’। জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গেয়েছেন ‘পাগলা হাওয়া’ শিরোনামের একটি গান।

ইমরান মাহমুদুলের কণ্ঠে ‘মন বুঝলি না’ শোনা যাচ্ছে ভ্যালেন্টাইনের আয়োজনে। প্রকাশ হয়েছে সানিয়া সুলতানা লিজার কণ্ঠে ‘তুমি এলে’ শিরোনামের একটি গান। বাঁধন সরকার পূজাও হাজির হয়েনে ‘এক জনমে হাজার মরন’ নিয়ে। সংগীতশিল্পী আতিয়া আনিসার কণ্ঠে এসেছে ‘মন পাখি’ শিরোনামের একটি গান। মাহতিম সাকিবের কণ্ঠে শোনা যাচ্ছে ‘কী ‘করে তোকে ছুঁই’।

জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এ প্রজন্মের শিল্পী প্রমা ইসলামকে নিয়ে গেয়েছেন ‘তোমাকে চাই আমি’। তাহসান খান ও আতিয়া আনিসা গেয়েছেন ‘জনম জনম’ শিরোনামের একটি গান। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্রিন্স মাহমুদ। দিলশাদ নাহার কণা ও অয়নের কণ্ঠে শোনা যাবে ‘মন বলেছে চুপি চুপি’।

‘বৃষ্টি বিলাস’ শিরোনামে একটি গান করেছেন সিঁথি সাহা ও ভারতের সেলিম মার্চেন্ট। মাহতিম সাকিব ও বাঁধন সরকার পূজার কণ্ঠে এসেছে ‘তুই আমার হবি’। সজীব খানকে সঙ্গে নিয়ে জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা গেয়েছেন ‘বন্ধু তোমার মায়া’ শিরোনামের একটি গান।

এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষ্যে আরও অনেক একক গান আসছে। এরমধ্যে রয়েছে ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্ত দাসের ‘মন্দ হতো না’, রোহান রাজের ‘কত লোকে কত কথা বলে’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মাহতিমের ‘ফেব্র“য়ারি’, শেইখ মিলনের ‘স্বগর্’, সাথী খানের ‘মানুষ এমন কেন হায়’, সৈয়দ অমির ‘গোপনে গোপনে প্রেম’ ইত্যাদি। দিনটিকে কেন্দ্র করে দ্বৈত গানও রয়েছে অনেক।