ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজা মিশনে শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ২০ বার পড়া হয়েছে

গাজামুখী মানবিক নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগের জন্য খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।’

তিনি আরও বলেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছেন শহিদুল আলম। গাজায় সংবাদ ও তথ্য অবরোধ ভাঙার লক্ষ্যে এই নৌবহর যাত্রা শুরু করেছে।

ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর চেষ্টা চালানো জাহাজ কনশান্স থেকে শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে বক্তব্য দেন শহিদুল আলম। তিনি বলেন, ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ—যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে গাজায় পৌঁছাবো। আমাদের লক্ষ্য গাজা, এবং আমরা কোনো প্রতিবন্ধকতাকে মেনে নেব না।’

‘কনশান্স’ জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)-এর যৌথ উদ্যোগে গঠিত নৌবহরের অংশ। এএফসি বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজা মিশনে শহিদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান

আপডেট সময় : ০৫:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

গাজামুখী মানবিক নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগের জন্য খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।’

তিনি আরও বলেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় প্রথম বাংলাদেশি হিসেবে যোগ দিয়েছেন শহিদুল আলম। গাজায় সংবাদ ও তথ্য অবরোধ ভাঙার লক্ষ্যে এই নৌবহর যাত্রা শুরু করেছে।

ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর চেষ্টা চালানো জাহাজ কনশান্স থেকে শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে বক্তব্য দেন শহিদুল আলম। তিনি বলেন, ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ—যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে গাজায় পৌঁছাবো। আমাদের লক্ষ্য গাজা, এবং আমরা কোনো প্রতিবন্ধকতাকে মেনে নেব না।’

‘কনশান্স’ জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি)-এর যৌথ উদ্যোগে গঠিত নৌবহরের অংশ। এএফসি বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অংশ হিসেবে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কাজ করছে।