গণহত্যা: ৩০ সাংবাদিকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- আপডেট সময় : ০৫:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগ ৩০ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি অভিযোগটি দায়ের করেন। তিনি আন্দোলনে শহীদ হওয়া রিয়ানের বাবা।
আসামিদের মধ্যে রয়েছেন— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মো. আনিসুল হক, হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মাদ আলী আরাফাত, জাহাঙ্গীর কবির নানক, আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক র্যাব প্রধান মো. হারুন আর রাশিদ, বিপ্লব কুমার সরকার, জিয়াউল আহসান, আদাবর থানার সাবেক ওসি মো. মাহাবুব রহমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
এছাড়া অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, আইনজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্ট নিঝুম মজুমদার, অধ্যাপক মেজবাহ কামাল, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, নবনীতা চৌধুরী, সাংবাদিক সুভাষ সিংহ রায়, আহমেদ যোবায়ের, তুষার আব্দুল্লাহ, সাইফুল আলম, নইম নিজাম, আবেদ খান, প্রভাষ আমিন, ফারজানা রুপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, জাহেদুল হাসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম, আশীস সৈকত, মানস ঘোষ, প্রনব সাহা, মাসুদা ভাট্টি, মুন্নি সাহা, জ-ই মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাশ এবং আশরাফুল আলম খোকনের নামও রয়েছে অভিযোগ নামায়।