ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খুলনায় ট্যাংক-লরি শ্রমিক ধর্মঘট, ১৬ জেলায় তেল উত্তোলন-পরিবহন বন্ধ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

খুলনায় ট্যাংক-লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট করছেন শ্রমিকেরা। এর জেরে পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

এ দাবি আদায়ে আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকেরা।

খুলনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী জানান, আলী আজমসহ নাশকতার মামলায় গ্রেপ্তার চার শ্রমিক নেতার মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত ধর্মঘটের কারণে ডিপোগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেয়নি।

নাশকতা মামলায় ডিবি পুলিশ খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করে গত রোববার দুপুরে। ঘটনার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে ট্যাংক-লরি শ্রমিকেরা পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬টি জেলায় পরিবহন বন্ধ করে দিয়েছে।

সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন করে আসছিল শ্রমিকেরা। দুপুর ১২টায় আন্দোলনরত শ্রমিকরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় গত ২১ আগস্ট খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, সাধারণ সম্পাদক আলী আজিম এবং শ্রমিক নেতা এমদাদুল হক, জুয়েল শিকদারের বিরুদ্ধে মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় ট্যাংক-লরি শ্রমিক ধর্মঘট, ১৬ জেলায় তেল উত্তোলন-পরিবহন বন্ধ

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

খুলনায় ট্যাংক-লরি শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মঘট করছেন শ্রমিকেরা। এর জেরে পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

এ দাবি আদায়ে আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন শ্রমিকেরা।

খুলনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী জানান, আলী আজমসহ নাশকতার মামলায় গ্রেপ্তার চার শ্রমিক নেতার মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত ধর্মঘটের কারণে ডিপোগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দেয়নি।

নাশকতা মামলায় ডিবি পুলিশ খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তার করে গত রোববার দুপুরে। ঘটনার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে ট্যাংক-লরি শ্রমিকেরা পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬টি জেলায় পরিবহন বন্ধ করে দিয়েছে।

সোমবার সকাল থেকে এই কর্মসূচি পালন করে আসছিল শ্রমিকেরা। দুপুর ১২টায় আন্দোলনরত শ্রমিকরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে খালিশপুর থানায় গত ২১ আগস্ট খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এনাম মুন্সী, সাধারণ সম্পাদক আলী আজিম এবং শ্রমিক নেতা এমদাদুল হক, জুয়েল শিকদারের বিরুদ্ধে মামলা হয়।