ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমতায় এসেই রাশিয়াকে ট্রাম্পের হুমকি

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন নিয়ে আলোচনা না করলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। খবর রয়টার্সের।

একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং এরপরই এই হুমকি দেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেন তাহলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প অবশ্য সম্ভাব্য এই নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও দেখছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করা উচিত বলেও এসময় নিজের দৃষ্টিভঙ্গির জানান দেন তিনি।

শপথ নেওয়ার পর ট্রাম্প সোমবার বলেছেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। আমি মনে করি তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্ষমতায় এসেই রাশিয়াকে ট্রাম্পের হুমকি

আপডেট সময় : ১১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেই রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন নিয়ে আলোচনা না করলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন। খবর রয়টার্সের।

একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং এরপরই এই হুমকি দেন তিনি। বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে চলমান যুদ্ধ অবসানের বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেন তাহলে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে মঙ্গলবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প অবশ্য সম্ভাব্য এই নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যাপকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে অস্ত্র পাঠানোর বিষয়টিও দেখছে। ইউক্রেনকে সমর্থন করার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আরও কিছু করা উচিত বলেও এসময় নিজের দৃষ্টিভঙ্গির জানান দেন তিনি।

শপথ নেওয়ার পর ট্রাম্প সোমবার বলেছেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। আমি মনে করি তিনি চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন।