ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবারো টাকা চাইবে বাফুফে
- আপডেট সময় : ০৫:৪৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
মিয়ানমারে অনুষ্ঠেয় নারীদের এশিয়ান অঞ্চলের অলিম্পিক বাছাই পর্বে অংশ নিতে পারেনি বাংলাদেশ দল। যার কারণ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সংকটের বিষয়টি সামনে আনে। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি। চারিদিকে যখন সমালোচনার ঝড় ঠিক তখনই আজ (১২ এপ্রিল) বুধবার বাফুফে ভবেনে আলোচনায় বসেছিলেন ফেডারেশনের কর্তারা।
বাফুফের সভায় চলতি বছরে বাংলাদেশ নারী ফুটবলের বাকি সফরের জন্য সম্ভাব্য বাজেটও নির্ধারণ করা হয়েছে আজ। যার মধ্যে ঘাটতি রয়েছে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা। এই ঘাটতি পূরণের জন্য আবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দারস্থ হওয়ার কথা জানিয়েছে বাফুফে।
আজ বাফুফের জরুরি সভা ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বাফুফের অন্যতম সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়েদের ফুটবলে সূচি আছে। এই বছরে মেয়েদের টুর্নামেন্টে অংশ নিতে আর্থিক বিষয়গুলো আছে। ফিফা-এএফসি ও স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ছাড়াও যে ঘাটতি থাকে তা দ্রুত বাজেট তৈরি করে বোর্ডে আবার আলোচনা করবো এবং প্রয়োজনে এই অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাইবো। যেন ভবিষ্যতে সমস্যা না হয়।’
মানিক আরো বলেন, ‘এসব টুর্নামেন্টে যেতে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা ঘাটতি আছে (সোহাগ বলছেন আড়াই থেকে তিন কোটি টাকা। ) আমাদের অর্থের সংস্থান আছে ৫ কোটি ৪৫ লাখ টাকা, শুধু নারী ফুটবলের জন্য। এটাই আমাদের কাছে জরুরি বিষয় মনে হয়েছে। এটা নিয়েই আলোচনা হয়েছে। যেন ভবিষ্যতে সমস্যা না হয়।’