ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ক্যানসারের সঙ্গে ১৩ বছর যুদ্ধ করে না ফেরার দেশে জুয়েল

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ ২৫ বার পড়া হয়েছে

আইসিইউ থেকে ফেরা হলো না সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে আজ ১১টা ৫৩ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

এর আগে জুয়েলের স্ত্রী সংগীতা জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত গায়ক। ২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে তার। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমেই সংক্রমিত হয়। ১৩ বছর ধরে কর্কট রোগের সঙ্গে লড়ছিলেন তিনি। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবাও চলছিল।

জানা গেছে, গত অক্টোবর থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। রাখেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্যানসারের সঙ্গে ১৩ বছর যুদ্ধ করে না ফেরার দেশে জুয়েল

আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

আইসিইউ থেকে ফেরা হলো না সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েলের। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে আজ ১১টা ৫৩ মিনিটে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

এর আগে জুয়েলের স্ত্রী সংগীতা জানিয়েছিলেন, ক্যানসারে আক্রান্ত গায়ক। ২০১১ সালে লিভার ক্যানসার ধরা পড়ে তার। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমেই সংক্রমিত হয়। ১৩ বছর ধরে কর্কট রোগের সঙ্গে লড়ছিলেন তিনি। দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসাসেবাও চলছিল।

জানা গেছে, গত অক্টোবর থেকে জুয়েলকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল। গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তার। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। রাখেন ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে।

১৯৮৬ সালে ঢাকায় চলে আসেন জুয়েল। এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। তখনই বিভিন্ন মিডিয়ার সাথে তার যোগাযোগ ঘটতে শুরু করে।

জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি।