ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর ফেরত

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আবু সাইদ (৫৫) এবং কানু হালদার (৫৫) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিএসএফ-এর অনুরোধের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে ২ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা উভয়েই ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা। আটকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুলবশত সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফ-এর অনুরোধে মানবিক বিবেচনায় আজ বুধবার সকালে আটককৃতদের ভারতীয় বিএসএফ-এর মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

এসময় বিজিবির পক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের মাধ্যমে আটককৃত ভারতীয় নাগরিকদের বিএসএফ-এর নিকট সুস্থভাবে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিক আটক, পতাকা বৈঠকের পর ফেরত

আপডেট সময় : ০৪:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে আবু সাইদ (৫৫) এবং কানু হালদার (৫৫) নামের দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বিএসএফ-এর অনুরোধের প্রেক্ষিতে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।

বুধবার (৫ মার্চ) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে ২ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করে বিজিবি সদস্যরা।

আটক ব্যক্তিরা উভয়েই ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাস পাড়া এলাকার বাসিন্দা। আটকের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভুলবশত সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছেন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফ-এর অনুরোধে মানবিক বিবেচনায় আজ বুধবার সকালে আটককৃতদের ভারতীয় বিএসএফ-এর মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।

এসময় বিজিবির পক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকের মাধ্যমে আটককৃত ভারতীয় নাগরিকদের বিএসএফ-এর নিকট সুস্থভাবে হস্তান্তর করা হয়।