কাউন্সিলর নির্বাচিত হলেন তরুণ রাজনীতিবিদ ইফতু

- আপডেট সময় : ০৯:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
মুজিব আদর্শে পথ চলা যার শিক্ষা, বুকে লালন করা যার অনুভুতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যার নেশা , দেশের স্বার্থে, দশের কল্যাণে যে কোন পদক্ষেপ গ্রহণ করা এদেশের সুনাগরিক হিসেবে যিনি নৈতিক দায়িত্ব ও কর্তব্য করেন তিনিই বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগরের ২১নং ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, তরুণ রাজনীতিবিধ, ময়মনসিংহের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ ইফতু। সেই কর্তব্য ও দায়িত্ববোধ থেকেই তিনি এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতির জনকের স্বপ্নের সুখী সমৃদ্ধ দেশ গঠনের অংশ হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ড বিনির্মানে কাউন্সিলর পদে ট্রাক্টর প্রতীক নিয়ে জনগণের ভোট দোয়া,সহযোগীতায় নির্বাচিত হয়েছেন।
বিজয়ী হওয়ার পর ওয়ার্ডবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে ইশতিয়াক আহমেদ ইফতু বলেন- ২১নং ওয়ার্ড বাসীকে যত ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার দরকার, আমি সেসব দেওয়ার চেষ্টা করে যাবো। ওয়ার্ডকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ আধুনিক এলাকা হিসাবে গড়তে কাজ করবো। যাতে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এসে মানুষ খুব সহজেই সেবা পেতে পারে। কাউন্সিলর হিসেবে ওয়ার্ডবাসীর সমস্যা আমাকে দেখতে হবে। আমি এ ওয়ার্ডকে সাজাব উন্নয়ন দিয়ে-এটাই আমার উদ্দেশ্য। ইনশাআল্লাহ।