ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কংগ্রেসে যোগ দিলেন সাবেক উপমুখ্যমন্ত্রী, বিজেপিতে ভাঙনের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

দু’দফার প্রার্থিতালিকা ঘোষণার পর ভারতের কর্নাটক রাজ্যের বিজেপিতে শুরু হয়েছে দফায় দফায় ভাঙন। ইতোমধ্যেই দল ছেড়েছেন একাধিক মন্ত্রী এবং বিধায়ক(এমপি)। টিকিট না পেয়ে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন সে রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা তিনবারের বিধায়ক লক্ষ্মণ সড়াভি। বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং সাবেক মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার সঙ্গে বৈঠকের পর লক্ষ্মণ বলেন, ‘‘আত্মসম্মানের সঙ্গে আপস করব না বলেই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ভিখারি নই।’’

উত্তর কর্নাটকের প্রভাবশালী লিঙ্গায়েত নেতা লক্ষ্মণ এ ক্ষেত্রে ‘আমরা’ বলে নিজের জনগোষ্ঠীকে চিহ্নিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ‘বিজেপির ভোটব্যাঙ্ক’ হিসাবে পরিচিত কর্নাটকের বৃহত্তম জনগোষ্ঠী লিঙ্গায়েতদের একাংশ এবার কংগ্রেসমুখী বলে ইতোমধ্যেই কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কন্নড় জেলার প্রভাবশালী মন্ত্রী তথা ছয়বারের বিজেপি বিধায়ক এস অঙ্গারা বৃহস্পতিবার রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। সূত্রের খবর, তার সঙ্গেও কংগ্রেসের ‘যোগাযোগ’ তৈরি হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার শুক্রবার বলেন, ‘‘অন্তত ৯-১০ জন বিজেপি এমপি কংগ্রেসে আসতে চাইছেন। আলোচনা করে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’’ আগামী ১০ মে প্রথম দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে ফল ঘোষণা করা হবে। তার আগে অন্তর্দ্বন্দ্ব এবং ভাঙনের কারণে ক্ষমতাসীন বিজেপি চাপে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রসঙ্গত, ২২৪ আসনের কর্নাটক বিধানসভার এখনও পর্যন্ত ২১২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

মঙ্গলবার প্রথম দফায় ১৮৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তাতে সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, প্রাক্তন দুই উপমুখ্যমন্ত্রী কে এশ্বরাপ্পা ও লক্ষ্মণ, মন্ত্রী এস অঙ্গারা, আনন্দ সিংহ-সহ ১০ জন বিধায়ককে ছেঁটে ফেলা হয় (তবে ইয়েদুরাপ্পার আসনে টিকিট দেওয়া হয় তার ছেলেকে)। অন্যদিকে, কংগ্রেস এবং‌ জেডি (এস) ছেড়ে আসা প্রায় এক ডজন বিধায়ক বিজেপিন মনোনয়ন পান। বুধবার রাতে দ্বিতীয় দফায় ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাতে বাদ পড়েন সাতজন সাবেক বিধায়ক! সাবেক উপমুখ্যমন্ত্রী এশ্বরাপ্পাও ইতোমধ্যে রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেছেন।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কংগ্রেসে যোগ দিলেন সাবেক উপমুখ্যমন্ত্রী, বিজেপিতে ভাঙনের শঙ্কা

আপডেট সময় : ০৮:২৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩

দু’দফার প্রার্থিতালিকা ঘোষণার পর ভারতের কর্নাটক রাজ্যের বিজেপিতে শুরু হয়েছে দফায় দফায় ভাঙন। ইতোমধ্যেই দল ছেড়েছেন একাধিক মন্ত্রী এবং বিধায়ক(এমপি)। টিকিট না পেয়ে শুক্রবার কংগ্রেসে যোগ দিলেন সে রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী তথা তিনবারের বিধায়ক লক্ষ্মণ সড়াভি। বেঙ্গালুরুতে প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার এবং সাবেক মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার সঙ্গে বৈঠকের পর লক্ষ্মণ বলেন, ‘‘আত্মসম্মানের সঙ্গে আপস করব না বলেই কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা ভিখারি নই।’’

উত্তর কর্নাটকের প্রভাবশালী লিঙ্গায়েত নেতা লক্ষ্মণ এ ক্ষেত্রে ‘আমরা’ বলে নিজের জনগোষ্ঠীকে চিহ্নিত করতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ‘বিজেপির ভোটব্যাঙ্ক’ হিসাবে পরিচিত কর্নাটকের বৃহত্তম জনগোষ্ঠী লিঙ্গায়েতদের একাংশ এবার কংগ্রেসমুখী বলে ইতোমধ্যেই কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে। টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ কন্নড় জেলার প্রভাবশালী মন্ত্রী তথা ছয়বারের বিজেপি বিধায়ক এস অঙ্গারা বৃহস্পতিবার রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন। সূত্রের খবর, তার সঙ্গেও কংগ্রেসের ‘যোগাযোগ’ তৈরি হয়েছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার শুক্রবার বলেন, ‘‘অন্তত ৯-১০ জন বিজেপি এমপি কংগ্রেসে আসতে চাইছেন। আলোচনা করে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’’ আগামী ১০ মে প্রথম দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে ফল ঘোষণা করা হবে। তার আগে অন্তর্দ্বন্দ্ব এবং ভাঙনের কারণে ক্ষমতাসীন বিজেপি চাপে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। প্রসঙ্গত, ২২৪ আসনের কর্নাটক বিধানসভার এখনও পর্যন্ত ২১২টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

মঙ্গলবার প্রথম দফায় ১৮৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। তাতে সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, প্রাক্তন দুই উপমুখ্যমন্ত্রী কে এশ্বরাপ্পা ও লক্ষ্মণ, মন্ত্রী এস অঙ্গারা, আনন্দ সিংহ-সহ ১০ জন বিধায়ককে ছেঁটে ফেলা হয় (তবে ইয়েদুরাপ্পার আসনে টিকিট দেওয়া হয় তার ছেলেকে)। অন্যদিকে, কংগ্রেস এবং‌ জেডি (এস) ছেড়ে আসা প্রায় এক ডজন বিধায়ক বিজেপিন মনোনয়ন পান। বুধবার রাতে দ্বিতীয় দফায় ২৩ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তাতে বাদ পড়েন সাতজন সাবেক বিধায়ক! সাবেক উপমুখ্যমন্ত্রী এশ্বরাপ্পাও ইতোমধ্যে রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেছেন।

সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস