ওয়ানডে বিশ্বকাপের লোগো প্রকাশ করল আইসিসির
- আপডেট সময় : ১০:৪৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
এ বছরের শেষে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২০১১ সালের আজকের দিনে (২ এপ্রিল) বিশ্বকাপ জিতেছিল মাহেন্দ্র সিং ধনীরা। তার ঠিক ১২ বছর পর ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। আর ঠিক সেই দিনই অর্থাৎ ২ এপ্রিল ২০২৩, একদিনের বিশ্বকাপের লোগো সবার সামনে আনল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এবার ভারতের মাটিতে বিশ্বকাপ, তাই ক্রিকেট ভক্তদের উন্মাদনাও রয়েছে বহু মাত্রায়। এদিকে বিশ্বকাপকে ঘিরে বেশ কিছু স্টেডিয়ান নতুন ভাবে সাজিয়েছে ভারত। অন্যদিকে বিশ্বকাপের লোগো সামনে এনে সেই উন্মাদনার মাত্রা আরও কিছুটা বাড়িয়ে দিল আইসিসি।
রোববার (২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে লোগো উন্মোচন করা হয়। এবারের লোগোর নাম দেওয়া হয়েছে ‘নভরাসা’। সমর্থকদের ৯টি আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে। আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ এই নয়টি আবেগের কথা মাথায় রেখে লোগোটির নামকরণ করা হয়েছে।
বিশ্বকাপের দৌরাত্ম্য শুরু হতে এখনও ছয় মাসের মতো সময় বাকি। তার আগেই প্রকাশ্যে আনা হল ক্রিকেট বিশ্বকাপের লোগো। অপরদিকে এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি প্রকাশ্যে আনা হয়নি। মনে করা হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই সময়সূচী প্রকাশ্যে আনা হবে। ইতিমধ্যেই আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে কয়েক দফা আলোচনাও করা হয়েছে ভারতের কোন জায়গায় খেলা গুলি সংগঠিত করা হবে এমনটা জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের।