‘এমারজেন্সি’র মুক্তি তারিখ জানালেন কঙ্গনা’

- আপডেট সময় : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
এতদিন তাকে রাজনৈতিকভাবে সচেতন অভিনেত্রী হিসেবেই জানতেন সবাই। এবার রাজনৈতিক ছবির সঙ্গে সরাসরি নিজে যুক্ত হলেন কঙ্গনা রণৌত। আজ শনিবার প্রকাশিত হলো ‘এমারজেন্সি’র প্রথম টিজার। এই ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেই লুক যদিও বহু আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। রঙিন শাড়ি, কাঁচা-পাকা ছোট চুলে তাকে হুবহু ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই লেগেছে সেই ছবিগুলোতে।
এ দিন টিজারে ইন্দিরারূপে কঙ্গনার পাশাপাশি দেখা গিয়েছে জেপি নারায়ণ ওরফে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করা অনুপম খেরকেও। কীভাবে বিরোধী দলগুলোর নেতারা জেলবন্দি হয়েছিলেন, সংবাদমাধ্যমগুলোর ওপর নিষেধাজ্ঞার কোপ নেমে এসেছিল। নির্বিচারে মারা হয়েছিল বিরোধী কর্মী-সমর্থকদের। সেসবই তুলে ধরা হয়েছে সেই টিজারে।
কঙ্গনা এই ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন। ‘এমারজেন্সি’র মাধ্যমেই পরিচালনাতেও হাত পাকানো শুরু করলেন কঙ্গনা। যদিও সমালোচকদের একাংশের মতে এই ছবি বিজেপি তথা শাসকদলের ঘনিষ্ঠ কঙ্গনা পরিচালনা করায় তাতে কত দূর আসল ইতিহাস দেখানো হবে সে নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর।