এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন ঈদুল আজহা পর্যন্ত স্থগিত

- আপডেট সময় : ০২:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তার বিদায়ী ব্রিফিংয়ে ঘোষণা দিয়েছেন যে, আগামী ঈদুল আজহা থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা পাবেন। পাশাপাশি সম্পূরক বাজেট ও আগামী বাজেটে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন।
এই ঘোষণার পর, জাতীয় প্রেস ক্লাবের সামনে ২২ দিন ধরে চলা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই তথ্য জানান এবং বিদায়ী শিক্ষা উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করেছেন। এছাড়া, তারা “মার্চ টু সেক্রেটারিয়েট,” “মার্চ টু যমুনা,” “মার্চ টু শিক্ষা ভবন,” রাজপথে বিক্ষোভ, জেলা-উপজেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। শিক্ষা উপদেষ্টার আশ্বাসকে সম্মান জানিয়ে সংগঠনটি আগামী ঈদুল আজহা পর্যন্ত আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, তাদের মূল দাবি হলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, এবং সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদান। তিনি আশা প্রকাশ করেন যে, ঈদুল আজহার আগেই শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে। তবে, যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তাহলে ঈদের পর কঠোর আন্দোলনের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আবুল বাসারসহ অন্যান্য নেতারা।