ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে

৫৭তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও দুই পর্বে হবে ইজতেমা। আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের আয়োজনে বিশ্ব ইজতেমা হবে।

ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এই পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে ২০১১ সাল থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।

এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চেয়েছিল সরকার। এজন্য তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছিল। মন্ত্রণালয়ের সভাকক্ষে ডাকা ওই বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত হননি।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে বলেন, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।

সভায় কে, কোন তারিখ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

তাবলীগ জামাতের সাদপন্থি কর্মী মুয়াজ বিন নূর সাংবাদিকদের বলেন, জুবায়ের সাহেবের কর্মীরা আসেননি। তারা সরকারকে গুরুত্ব দেয়নি। তারা এখানে না এসে মঙ্গলবার সোহরাওয়ার্দীতে সমাবেশের ডাকা দিয়েছেন। তারা রাজপথ থেকে সিদ্ধান্ত চান।

মুয়াজ বিন নূর বলেন, প্রতিবছর বলা হয় পরের বার একবারে ইজতেমা হবে, কিন্তু হয়নি। এবারও তাই হচ্ছে। গত কয়েক বছর সাদ সাহেবকে ভিসা দেওয়া হয়নি। এবারও যদি তাকে ভিসা না দেওয়া হয়, তবে আদায় করতে যা করতে হয়,তা-ই করা হবে। এবার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কোনো বৈষম্য চাই না।

সাদপন্থিরা প্রথম দফায় ইজতেমা করতে চায় দাবি জানিয়ে তিনি বলেন, সাদ সাহেবকে অতিথি হিসেবে আনা হবেই।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

আপডেট সময় : ০৪:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

৫৭তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। এবারও দুই পর্বে হবে ইজতেমা। আগামী বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের আয়োজনে বিশ্ব ইজতেমা হবে।

ইজতেমার প্রথম পর্ব শুরু হবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এই পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে ৯ ফেব্রুয়ারি।

সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্ব ইজতেমা। দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমায় অংশ নেন। এছাড়া সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকেও অনেক মুসল্লি ইজতেমায় অংশ নিতে আসেন।

তাবলিগ জামাতের বিরোধের কারণে ২০১১ সাল থেকে দুই পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারী গ্রুপ।

এবার দুই পর্বে না করে একত্রে ইজতেমা করতে চেয়েছিল সরকার। এজন্য তাবলীগ জামাতের দুই পক্ষকে নিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক ডাকা হয়েছিল। মন্ত্রণালয়ের সভাকক্ষে ডাকা ওই বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত হননি।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব ইজতেমার তারিখ জানিয়ে বলেন, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।

সভায় কে, কোন তারিখ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।

তাবলীগ জামাতের সাদপন্থি কর্মী মুয়াজ বিন নূর সাংবাদিকদের বলেন, জুবায়ের সাহেবের কর্মীরা আসেননি। তারা সরকারকে গুরুত্ব দেয়নি। তারা এখানে না এসে মঙ্গলবার সোহরাওয়ার্দীতে সমাবেশের ডাকা দিয়েছেন। তারা রাজপথ থেকে সিদ্ধান্ত চান।

মুয়াজ বিন নূর বলেন, প্রতিবছর বলা হয় পরের বার একবারে ইজতেমা হবে, কিন্তু হয়নি। এবারও তাই হচ্ছে। গত কয়েক বছর সাদ সাহেবকে ভিসা দেওয়া হয়নি। এবারও যদি তাকে ভিসা না দেওয়া হয়, তবে আদায় করতে যা করতে হয়,তা-ই করা হবে। এবার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কোনো বৈষম্য চাই না।

সাদপন্থিরা প্রথম দফায় ইজতেমা করতে চায় দাবি জানিয়ে তিনি বলেন, সাদ সাহেবকে অতিথি হিসেবে আনা হবেই।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।