সংবাদ শিরোনাম ::
এতিম ও দুস্থরা পেল ১০০০ কেজি ইলিশ
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাইমচরে ১০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (২২ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে জেলার হাইমচর উপজেলার চরভৈরবি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি মাছের আড়ৎ থেকে ১০০০ কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।