• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন দীপিকা

দেশের আওয়াজ ডেস্কঃ / ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তাদের জীবন নিয়ে নানা চর্চা চলতেই থাকে। এর মধ্যে সম্পর্ক ভাঙার গুঞ্জনও উঠেছিল। তবে সবকিছুকে লুকিয়ে গিয়েছে এই দম্পতির পঞ্চম বিবাহ বার্ষিকী। তাদের কিছু ছবি দেখেই সকলের চক্ষু মাথার উপরে উঠে গেছে। ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন একে-অপরকে। অনেক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখতে না পাওয়ায় জল্পনাও ছিল শীর্ষে। আবারও কি তবে ঠিকঠাক হল পরিস্থিতি। ভক্তেরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু কথা বলেছেন দীপিকা।

তিনি বলেন, রণবীরের সঙ্গে ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি। শুরুতে তাদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না। সেই মন্তব্য নিয়ে রোষের মুখে পড়েছিলেন দীপিকা। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।

দীপিকা বলেন, কোনো কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, তবে (সেই নিয়ে) দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমন মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতেও ভয় পাই না। আমি ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।

২০১৫ সালে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগ পর্যন্ত নাকি ওপেন রিলেশনশিপে ছিলেন দুজনে।

দীপিকার ঝুলিতে এখন একের পর এক সিনেমা। তাকে আগামী দিনে দেখা যাবে ‘ফাইটার’, ‘কল্কি ২৯৯৮ এডি’, ‘সিংহাম থ্রি’ ছবিতে। রণবীরের আছে ‘ডন থ্রি’র মতো ছবি। এ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এ ছাড়া ‘সিংহাম’-এও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। এর পর শুরু করবেন আদিত্য চোপড়ার নাম ঠিক না হওয়া সিনেমা। সূত্র: এই সময়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ