ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণে মতবিনিময় সভা

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী ||
  • আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মঙ্গলবার সকালে নগরীর একটি পার্টি পয়েন্টে অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন দেওয়ান মাফুজ-ই মাওলা। তিনি প্রতিবন্ধকতার সমস্যা ও সংশ্লিষ্ট আইন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যে কেউ যেকোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারার অধিকার রাখে।

তিনি প্রতিবন্ধীদের নিয়ে সমাজের অনুভূতিকে ১. দানশীল ২. চিকিৎসা ৩. অধিকার ৪. কর্ম এই ৪টি শ্রেণীতে ভাগ করেন সেই সাথে অন্তুভূক্তিমূলক শিক্ষার ব্যাখ্যা করেন। তিনি বলে ভিন্ন স্কুলে নয় সাধারণ সকল স্কুলে শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। সেটাই হবে অন্তভূক্তিমূলক শিক্ষা। যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় পৌছে দেয়াই হলো অন্তুভূক্তিমূলক অংশগ্রহণ।

আইন অবকাঠামো জনসংখ্যার পরিসংখ্যান প্রতিবন্ধিতার ধরন ইত্যাদি বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন মোট জনসংখ্যার ৭.০৭% মানুষ প্রতিবন্ধি বলে উল্লোখ করেন। তিনি বলেন, প্রায় ১কোটির উপরে মানুষ প্রতিবন্ধিতার মধ্যে রয়েছে। ১৫-৬৪বছর বয়সের কর্মক্ষম ব্যক্তিদের ৮৭% কাজ হলো অনানুষ্ঠিক অথাত লিখিত চুক্তিবিহীন। পরনির্ভশীলতার হার কমাতে পারিবারিক অরথনীতিতে প্রভাব তথা সামাজিক অর্থনীতিতে প্রভাব রাখতে প্রতিবন্ধিদের উন্নয়ন দরকার বলে তিনি জানান।

বর্তমান প্রকল্পের মধ্যে ৫০জন প্রতিবন্ধি ব্যক্তিকে এডিডি ট্রেনিং এর ব্যবস্থা করে এবং যাদের মধ্যে ৪৮জনই বর্তমানে সফল বলে দাবি করেন। ঐসকল প্রতিবন্ধি ব্যক্তিরা বর্তমানে গড়ে ৩০০০টাকার উপরে আয় করছে। তিনি আনিতা, শুভ সহ বেশ কয়েকজন প্রতিবন্ধি শিক্ষার্থীদের সফলতা তুলে ধরেন।

অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি (এডিসি) আমিনুল ইসলাম সময় স্বল্পতার জন্য ছোট করে কথা বলেন। তিনি শুরুতেই প্রতিবন্ধিদের অন্তরভূক্তিমূলক শব্দটির ব্যাখ্যা করেন। সেই সাথে বর্তমান সরকারের ভূমিকা কথা তুলে ধরেন। বিভিন্নট্রেডে শিক্ষাথী বাছাইয়ের সময় প্রতিবন্ধিরা যেন বঞ্চিত না হয়ে সমভাবে সুযোগ পায় সে বিষয়ে কথা বলেন। সবশেষে তিনি উপস্থিতির উদ্দেশ্যে বরেন, যোগ্যতানুসারে সবাই যেন কাজ পায়। আজকের অজর্ন পরবর্তী জীবনে কাজে লাগানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (টিটিসি স্টাফ) এস.এম ইমদাদুল হক, (যুব উন্নয়ন-উপ-পরিচালক) এটিএম গোলাম মাহবুব, (বিভাগীয় প্রধান টিটিসি) আতিকুর রহমান’ উপস্থিত ছিলেন টিটিসি অধ্যক্ষ, এমসিপি, টিটি, ওপিডি, পিয়ার লিডার, এমসিপি, অন্যান্য এনজিও এর সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণে মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভূক্তিকরণে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মঙ্গলবার সকালে নগরীর একটি পার্টি পয়েন্টে অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন দেওয়ান মাফুজ-ই মাওলা। তিনি প্রতিবন্ধকতার সমস্যা ও সংশ্লিষ্ট আইন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যে কেউ যেকোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারার অধিকার রাখে।

তিনি প্রতিবন্ধীদের নিয়ে সমাজের অনুভূতিকে ১. দানশীল ২. চিকিৎসা ৩. অধিকার ৪. কর্ম এই ৪টি শ্রেণীতে ভাগ করেন সেই সাথে অন্তুভূক্তিমূলক শিক্ষার ব্যাখ্যা করেন। তিনি বলে ভিন্ন স্কুলে নয় সাধারণ সকল স্কুলে শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। সেটাই হবে অন্তভূক্তিমূলক শিক্ষা। যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় পৌছে দেয়াই হলো অন্তুভূক্তিমূলক অংশগ্রহণ।

আইন অবকাঠামো জনসংখ্যার পরিসংখ্যান প্রতিবন্ধিতার ধরন ইত্যাদি বিষয়ে তিনি কথা বলেন। তিনি বলেন মোট জনসংখ্যার ৭.০৭% মানুষ প্রতিবন্ধি বলে উল্লোখ করেন। তিনি বলেন, প্রায় ১কোটির উপরে মানুষ প্রতিবন্ধিতার মধ্যে রয়েছে। ১৫-৬৪বছর বয়সের কর্মক্ষম ব্যক্তিদের ৮৭% কাজ হলো অনানুষ্ঠিক অথাত লিখিত চুক্তিবিহীন। পরনির্ভশীলতার হার কমাতে পারিবারিক অরথনীতিতে প্রভাব তথা সামাজিক অর্থনীতিতে প্রভাব রাখতে প্রতিবন্ধিদের উন্নয়ন দরকার বলে তিনি জানান।

বর্তমান প্রকল্পের মধ্যে ৫০জন প্রতিবন্ধি ব্যক্তিকে এডিডি ট্রেনিং এর ব্যবস্থা করে এবং যাদের মধ্যে ৪৮জনই বর্তমানে সফল বলে দাবি করেন। ঐসকল প্রতিবন্ধি ব্যক্তিরা বর্তমানে গড়ে ৩০০০টাকার উপরে আয় করছে। তিনি আনিতা, শুভ সহ বেশ কয়েকজন প্রতিবন্ধি শিক্ষার্থীদের সফলতা তুলে ধরেন।

অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি (এডিসি) আমিনুল ইসলাম সময় স্বল্পতার জন্য ছোট করে কথা বলেন। তিনি শুরুতেই প্রতিবন্ধিদের অন্তরভূক্তিমূলক শব্দটির ব্যাখ্যা করেন। সেই সাথে বর্তমান সরকারের ভূমিকা কথা তুলে ধরেন। বিভিন্নট্রেডে শিক্ষাথী বাছাইয়ের সময় প্রতিবন্ধিরা যেন বঞ্চিত না হয়ে সমভাবে সুযোগ পায় সে বিষয়ে কথা বলেন। সবশেষে তিনি উপস্থিতির উদ্দেশ্যে বরেন, যোগ্যতানুসারে সবাই যেন কাজ পায়। আজকের অজর্ন পরবর্তী জীবনে কাজে লাগানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (টিটিসি স্টাফ) এস.এম ইমদাদুল হক, (যুব উন্নয়ন-উপ-পরিচালক) এটিএম গোলাম মাহবুব, (বিভাগীয় প্রধান টিটিসি) আতিকুর রহমান’ উপস্থিত ছিলেন টিটিসি অধ্যক্ষ, এমসিপি, টিটি, ওপিডি, পিয়ার লিডার, এমসিপি, অন্যান্য এনজিও এর সদস্যগণ।