ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

উত্তর হন্ডুরাসে সহিংসতা, নিহত ২৪, কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহরে আলাদা আলাদা সহিংসতা ও হামলায় কমপক্ষে ২৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছে।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সহিংসতার পর পরই রোববার রাত থেকে ওই দুই শহর চোলোমা ও সান পেড্রো সুলেতে কারফিউ জারি করেছে হন্ডুরান সরকার।

পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা রয়টার্সকে জানান, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় উৎপাদনকারী শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে, এতে ১৩ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, যে শনিবার শিল্প শহর সান পেড্রো সুলেসহ উত্তর ভ্যালে দে সুলা জোন জুড়ে পৃথক পৃথক হামলা ও সহিংসতায় কমপক্ষে ১১জন নিহতের ঘটনা ঘটেছে।

এসব সহিংসতার জেরে চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত ১৫ দিনের কারফিউ ঘোষণা এবং সান পেদ্রো সুলায় ৪ জুলাই পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।’

প্রেসিডেন্ট আরও বলেন, সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে সাহায্য করার জন্য নগদ পুরস্কার ও দিচ্ছে।

দেশটির নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, অপরাধী গ্যাংয়ের সদস্যদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কংগ্রেসে প্রস্তাব পাঠাবে সরকার। তিনি আরও বলেন, সুলা উপত্যকায় এক হাজার অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। বস্তুত এই অঞ্চলেই চোলোমা এবং সান পেড্রো সুলে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উত্তর হন্ডুরাসে সহিংসতা, নিহত ২৪, কারফিউ জারি

আপডেট সময় : ০৬:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহরে আলাদা আলাদা সহিংসতা ও হামলায় কমপক্ষে ২৪ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছে।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সহিংসতার পর পরই রোববার রাত থেকে ওই দুই শহর চোলোমা ও সান পেড্রো সুলেতে কারফিউ জারি করেছে হন্ডুরান সরকার।

পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা রয়টার্সকে জানান, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় উৎপাদনকারী শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলিবর্ষণ করে, এতে ১৩ জন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, যে শনিবার শিল্প শহর সান পেড্রো সুলেসহ উত্তর ভ্যালে দে সুলা জোন জুড়ে পৃথক পৃথক হামলা ও সহিংসতায় কমপক্ষে ১১জন নিহতের ঘটনা ঘটেছে।

এসব সহিংসতার জেরে চোলোমাতে রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত ১৫ দিনের কারফিউ ঘোষণা এবং সান পেদ্রো সুলায় ৪ জুলাই পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘সহিংসতার ঘটনায় একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।’

প্রেসিডেন্ট আরও বলেন, সরকার চোলোমায় হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং গ্রেপ্তার করতে সাহায্য করার জন্য নগদ পুরস্কার ও দিচ্ছে।

দেশটির নিরাপত্তামন্ত্রী গুস্তাভো সানচেজ রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, অপরাধী গ্যাংয়ের সদস্যদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার জন্য কংগ্রেসে প্রস্তাব পাঠাবে সরকার। তিনি আরও বলেন, সুলা উপত্যকায় এক হাজার অতিরিক্ত পুলিশ ও সামরিক বাহিনী পাঠানো হচ্ছে। বস্তুত এই অঞ্চলেই চোলোমা এবং সান পেড্রো সুলে অবস্থিত।