ঈদে ঘরে ফেরা মানুষদের নিরাপত্তা নিশ্চিত করুনঃ রওশন এরশাদ

- আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এক বিবৃতিতে বলেছেন, আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বসবাসকারীর অনেকেই গ্রামের বাড়ীতে ঈদ উদযাপন করার জন্য ঢাকা ছেড়ে গ্রামে ফিরতে শুরু করেছে। এই উৎসবকে সামনে রেখে একটি অসাধু মহল গাড়ী ভাড়া বাড়িয়ে দেয়, গাড়ির ভিতরে ঠাসা ঠাসা করে ধারন ক্ষমতার চেয়ে বেশী মানুষ বহন করে। ট্রেনে এবং বাসে টিকেট পাওয়া সাধারন যাত্রীদের জন্য অসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। মানুষের ভোগান্তির শেষ নেই।
জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক (দপ্তর) অধ্যাপক ইকবাল হোসেন রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
তিনি আরো বলেন, অন্যদিকে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় ছিনতাইকারী বেড়ে যায়। বিরোধী দলীয় নেতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বলেন, তাদের নিরাপত্তার জন্য আগে থেকেই প্রস্তুত থাকতে হবে যেন কোন অবস্থাতেই সাধারন যাত্রী হয়রানি না হয়। তিনি বলেন, সড়ক দূর্ঘটনা, অতিরিক্ত যাত্রী নিয়ে নৌ পথে লঞ্চ, জাহাজ, সড়ক পথে বাস যেন চলতে না পারে। কালো বাজারে যেন কোন টিকিট বিক্রি হতে না পারে। সে বিষয়ে এখনই পদক্ষেপ নেওয়া উচিত।
নিরাপত্তার সাথে যেন প্রতিটা মানুষ ঘরে ফিরতে পারে। ফাঁকা হয়ে যাওয়া রাজধানীতে ছিনতাইকারী দমন, শুন্য বাড়িঘরে যেন কোন ধরনের ডাকাতির মতো ঘটনা না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য বেগম রওশন এরশাদ আহবান জানান।