ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইসকনের মন্দিরে ভাঙচুর: গ্রেফতার তিন ছাত্রলীগ নেতা কারাগারে

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘে ভাঙচুরের ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত, তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত এবং পৌর ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ।

ঢাকা মেইলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আল আমিন হোসাইন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ টিম বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব পৌর শহরের রাণীরবাজার এলাকার অদৈত্য সাহার ভবনের নিচতলায় ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘে লাঠিসোটা নিয়ে ভাঙচুর করে একদল দুষ্কৃতিকারী। সংঘের সদস্য প্রণয় কর্মকার এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম)। এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম এবং ভৈরব থানার ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন উপস্থিত ছিলেন।

ইসকন সদস্য ও অভিযোগকারী প্রণয় কর্মকার বলেন, ১০ বছর ধরে নরসিংদী ইসকন মন্দির থেকে ভৈরবে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘটি পরিচালনা করা হচ্ছে। আমরা প্রতি রোববার কীর্তন ও গীতা পাঠ করি। সংঘটি বন্ধ থাকার সময় এই ভাঙচুর চালানো হয়। কারা করেছে বা কেন করেছে, তা আমরা জানি না। আমরা আইনের মাধ্যমে এর বিচার চাই।
সুত্রঃ ঢাকা মেইল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইসকনের মন্দিরে ভাঙচুর: গ্রেফতার তিন ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট সময় : ০৫:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘে ভাঙচুরের ঘটনায় তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত, তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শান্ত এবং পৌর ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. সানজিদ।

ঢাকা মেইলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আল আমিন হোসাইন। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ টিম বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভৈরব পৌর শহরের রাণীরবাজার এলাকার অদৈত্য সাহার ভবনের নিচতলায় ইসকন পরিচালিত শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘে লাঠিসোটা নিয়ে ভাঙচুর করে একদল দুষ্কৃতিকারী। সংঘের সদস্য প্রণয় কর্মকার এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম)। এ সময় ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম এবং ভৈরব থানার ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন উপস্থিত ছিলেন।

ইসকন সদস্য ও অভিযোগকারী প্রণয় কর্মকার বলেন, ১০ বছর ধরে নরসিংদী ইসকন মন্দির থেকে ভৈরবে শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘটি পরিচালনা করা হচ্ছে। আমরা প্রতি রোববার কীর্তন ও গীতা পাঠ করি। সংঘটি বন্ধ থাকার সময় এই ভাঙচুর চালানো হয়। কারা করেছে বা কেন করেছে, তা আমরা জানি না। আমরা আইনের মাধ্যমে এর বিচার চাই।
সুত্রঃ ঢাকা মেইল