ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ৭৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার পিটিআই দলের চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, দুর্নীতি চর্চার দায়ে দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজায় দণ্ডিত হওয়ায় পিটিআই প্রধানকে নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারার অধীনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে ইমরান আহমেদ খান নিয়াজি নির্বাচন আইন-২০১৭’র ২৩২ ধারায় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে অযোগ্য হয়েছেন।

একই সঙ্গে তাকে আগামী পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা এবং দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত এই তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এই রায়ে ইমরানকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

৩০ পৃষ্ঠার আদালতের আদেশে বলা হয়েছে, “তিনি [ইমরান] তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য দেওয়ার সময় প্রতারণা করেছিলেন, যা পরে মিথ্যা ও ভুল প্রমাণিত হয়েছিল। তার অসততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

দায়রা জজ আদালতের এ রায়ের পর ইমরান খানকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। মূলত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার রায় ঘোষণা করার পরই পুলিশ ইমরান খানকে তার লাহোরের জামান পার্ক এলাকার বাসভবন থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ওই তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে যে আবেদন করেছেন তাতে বলা হয়েছে, ওই মামলার রায়টি টেকসই নয়। এটা অযৌক্তিক এবং আগে থেকেই নির্ধারিত রায়।

বুধবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে ওই আবেদনটির শুনানি হবে।

সূত্র : ডন, জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইমরান খানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা

আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার পিটিআই দলের চেয়ারম্যানকে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

এক বিবৃতিতে পাকিস্তানের নির্বাচন কমিশন বলেছে, দুর্নীতি চর্চার দায়ে দোষী সাব্যস্ত এবং তিন বছরের সাজায় দণ্ডিত হওয়ায় পিটিআই প্রধানকে নির্বাচন আইন-২০১৭’র ১৬৭ ধারার অধীনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর ফলে ইমরান আহমেদ খান নিয়াজি নির্বাচন আইন-২০১৭’র ২৩২ ধারায় ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের ৬৩(১)(এইচ) অনুচ্ছেদের অধীনে অযোগ্য হয়েছেন।

একই সঙ্গে তাকে আগামী পাঁচ বছরের জন্য অযোগ্য ঘোষণা এবং দেশটির সংসদের-৪৫ কুররাম-১ আসনের নির্বাচিত সংসদ সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি বিচারিক আদালত এই তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেয়। এই রায়ে ইমরানকে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করারও অযোগ্য ঘোষণা করা হয়েছে।

৩০ পৃষ্ঠার আদালতের আদেশে বলা হয়েছে, “তিনি [ইমরান] তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য দেওয়ার সময় প্রতারণা করেছিলেন, যা পরে মিথ্যা ও ভুল প্রমাণিত হয়েছিল। তার অসততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

দায়রা জজ আদালতের এ রায়ের পর ইমরান খানকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়। মূলত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার রায় ঘোষণা করার পরই পুলিশ ইমরান খানকে তার লাহোরের জামান পার্ক এলাকার বাসভবন থেকে গ্রেফতার করে।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ওই তোশাখানা মামলার রায়ের বিরুদ্ধে যে আবেদন করেছেন তাতে বলা হয়েছে, ওই মামলার রায়টি টেকসই নয়। এটা অযৌক্তিক এবং আগে থেকেই নির্ধারিত রায়।

বুধবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে ওই আবেদনটির শুনানি হবে।

সূত্র : ডন, জিও নিউজ