ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত
- আপডেট সময় : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ২ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন-ইসিপি। নির্বাচনী সংস্থার অবমাননার একটি মামলায় পরোয়ানা জারির একদিন পর মঙ্গলবার (২৫ জুলাই) এ নির্দেশ আসে।
জিও নিউজ জানায়, শুনানিতে ইমরানকে বারবার তলব করার পরও অনুপস্থিতিতে বিরক্ত হয়ে মঙ্গলবার নির্বাচনি কমিশনের সামনে তাকে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী নির্বাচন কমিশনের সামনে হাজির হন ইমরান। এর ফলে তার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করে ইসিপি।
মামলার শুনানি করেন ৪ সদস্যের একটি বেঞ্চ। তাদের একজন সদস্য বলেন, ২ আগস্ট ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে কমিশন। তাকে পরবর্তী শুনানির দিন সশরীর হাজির থাকতে হবে।
এর আগে সোমবার ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে কমিশন। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের পর নির্বাচন কমিশনে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে অবমাননা ও অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগ আনা হয়েছে।
একই সঙ্গে পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তার করে মঙ্গলবার (আজ) নির্বাচন কমিশনের সামনে হাজির করতে রাজধানীর পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছিলো ইসিপি।
এদিকে গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর ইমরান খানের বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা করা হয়। ঘুষ গ্রহণের এক মামলায় গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করা হলে দেশজুড়ে সহিংস বিক্ষোভ হয়। ইমরান খান এখন জামিনে আছেন।