ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইভিএম সংস্কারে ১২শ’ কোটি টাকা চায় ইসি

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৯:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের হাতে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।

আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

সোমবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ প্রাপ্তির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে অর্থ নিশ্চিত না হলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার অনিশ্চিত হয়ে পড়বে।

এ সময় ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের পর ৭০ থেকে ৮০ আসনের ভোট ইভিএমে করা যাবে বলেও জানান তিনি।

ইসি আনিসুর বলেন, কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচনি আইন সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে কেবিনেটে পাঠিয়েছে। তবে সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইভিএম সংস্কারে ১২শ’ কোটি টাকা চায় ইসি

আপডেট সময় : ০৯:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

নির্বাচন কমিশনের হাতে থাকা ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের জন্য ১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেবে ইসি।

আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) এই চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

সোমবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ প্রাপ্তির ওপর নির্ভর করছে জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে অর্থ নিশ্চিত না হলে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার অনিশ্চিত হয়ে পড়বে।

এ সময় ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামতের পর ৭০ থেকে ৮০ আসনের ভোট ইভিএমে করা যাবে বলেও জানান তিনি।

ইসি আনিসুর বলেন, কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচনি আইন সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছিল, সেটা আইন মন্ত্রণালয় চূড়ান্ত করে কেবিনেটে পাঠিয়েছে। তবে সংসদের আগামী অধিবেশনে এটি পাস হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।