আল মদিনা জামে মসজিদের পুনর্নিমাণ কাজের বতর্মান অবস্থা দেখতে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের “মেয়র শেখ ফজলে নূর তাপস”।
আল মদিনা জামে মসজিদ, পশ্চিম নন্দীপাড়া, ৭৪ নং ওয়ার্ড, খিলগাঁও, ঢাকা এর কমিটির সদস্যবৃন্দ এবং অত্র ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজিজুল হক এর অনুরোধে শুক্রবার (২৪শে মার্চ ) তিনি আল মদিনা জামে মসজিদের পুনর্নিমাণ কাজের বতর্মান অবস্থা দেখতে আসেন। প্রথম রমজান মেয়র সাহেব এখানে জুমার নামাজ আদায় করেন এবং ওনার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়ন ফান্ডে দুই লক্ষ টাকা দান করেন। জুমার নামাজ পড়ান হাফেজ মাওলানা নেছার উদ্দিন। মুয়াজ্জিন হিসেবে ছিলেন মোঃ নুরুদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ আবু তাহের, উপদেষ্টা মোঃ শামসুল ইসলাম, জামিউর রহমান, কেশিয়ার হাজী আনিসুর রহমান, মসজিদ কমিটির আতাউর রহমান বাচ্চু, হাজী নান্নু মিয়া সরকার, মোঃ গোলাম মাওলা, মোঃ ফরহাদ উদ্দিন খসরু, মোঃ হাসমত উল্লাহ, খলিল সরকার, পশ্চিম নন্দীপাড়ার বিশিষ্ট দানবীর মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক প্রতিষ্টাতা কাউন্সিলর মোঃ আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা হালিম সরকার, মোঃ হাবিব, খিলগাঁও থানা কৃষকলীগ এর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আফসু, রাজিব, রাসেল, তুবা সমাজ কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান আবিদ, শামসুল ইসলাম দারুল ইহসান মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং তুবা সমাজ কল্যাণ সোসাইটির মহাসচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন সহ এলাকার নানা শ্রেণির ব্যক্তিবর্গ।