সংবাদ শিরোনাম ::
আলমডাঙ্গাতে জামায়াতের ৬ নেতাকর্মী আটক
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৫:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলায় নাশকতা মামলায় জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতের রুকন মুন্সি সোহরাব (৭৩), শুকুর আলি মোল্লা (৬০), নাসির উদ্দীন (৪৫), আ. রাজ্জাক (৭০), মোস্তাফিজুর রহমান (৫৭), আঃ. রাজ্জাক (৬৫)। উভয়ই আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, গত ২৬ জুলাই উপজেলার এনায়েতপুর হাইস্কুল মাঠে নাশকতার জন্য জড়ো হয়েছিল।পুলিশের উপস্থিতি টের কিছু ব্যাক্তি পালিয়েছিল। পূর্বের আসামীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।