ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আরো দেড় লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ৫ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশটিতে একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে দেশটিতে নতুন করে কমপক্ষে আরো ১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগ করা হবে।

সরকারি পোর্টালে প্রকাশিত ওই ডিক্রি অনুসারে ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার নন-রিজার্ভিস্টকে ১ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। খবর আনাদোলুর।

এ সময়ে যাদের সামরিক সেবার মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে অব্যাহতি দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন মাত্র ২ সপ্তাহ আগে পুতিন রুশ সেনাবাহিনীর কর্মী এবং সামরিক সদস্য সংখ্যা বাড়ানোর জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।

ওই ডিক্রির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট জনবল ২ দশমিক ২ মিলিয়ন থেকে ২ দশমিক ৩৮ মিলিয়নে উন্নীত করা হয়। একইসঙ্গে, সামরিক সদস্য সংখ্যা ১ দশমিক ৩২ মিলিয়ন থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ মিলিয়ন করা হয়েছে।

নতুন এই নিয়োগ প্রক্রিয়া রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে যা দেশটির সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরো দেড় লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া

আপডেট সময় : ০৩:৪৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশটিতে একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে দেশটিতে নতুন করে কমপক্ষে আরো ১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগ করা হবে।

সরকারি পোর্টালে প্রকাশিত ওই ডিক্রি অনুসারে ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার নন-রিজার্ভিস্টকে ১ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। খবর আনাদোলুর।

এ সময়ে যাদের সামরিক সেবার মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে অব্যাহতি দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন মাত্র ২ সপ্তাহ আগে পুতিন রুশ সেনাবাহিনীর কর্মী এবং সামরিক সদস্য সংখ্যা বাড়ানোর জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।

ওই ডিক্রির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট জনবল ২ দশমিক ২ মিলিয়ন থেকে ২ দশমিক ৩৮ মিলিয়নে উন্নীত করা হয়। একইসঙ্গে, সামরিক সদস্য সংখ্যা ১ দশমিক ৩২ মিলিয়ন থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ মিলিয়ন করা হয়েছে।

নতুন এই নিয়োগ প্রক্রিয়া রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে যা দেশটির সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।