ঢাকা ০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন করতে চাই: সিইসি

দেশের আওয়াজ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা আয়নার মতো স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত নির্বাচনি সংলাপে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, প্রবাসী এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি কর্মচারীদের প্রায় ১০ লাখ জনকে ভোটের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। সবাইকে নিয়ে আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন করতে চাই।

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের অনেকে পূর্বে ভোট দিয়েছেন।

সিইসি নাসির উদ্দিন গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এআই-এর অপব্যবহার রোধেও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।

দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ হয়। এই দুই পর্বে প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর ধারাবাহিকভাবে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন করতে চাই: সিইসি

আপডেট সময় : ০৪:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা আয়নার মতো স্বচ্ছ একটা নির্বাচন করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত নির্বাচনি সংলাপে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, প্রবাসী এবং নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি কর্মচারীদের প্রায় ১০ লাখ জনকে ভোটের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। সবাইকে নিয়ে আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন করতে চাই।

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে, যাদের অনেকে পূর্বে ভোট দিয়েছেন।

সিইসি নাসির উদ্দিন গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এআই-এর অপব্যবহার রোধেও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।

দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সংলাপ হয়। এই দুই পর্বে প্রায় ৫০ জন গণমাধ্যম প্রতিনিধির অংশগ্রহণের কথা রয়েছে।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর ধারাবাহিকভাবে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হবে।