ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আন্দোলন করে এই স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে : মিনু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৮২ বার পড়া হয়েছে

যে নির্বাচনে ধানের শীষ নাই, বিএনপি নাই, খালেদা জিয়া নাই, তারেক জিয়া নাই, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে এই স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে।
বিএনপি স্বাধীনতার পক্ষের দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। বিএনপি দেশ ও জনগণের উন্নয়নের দল। বিএনপি যখন সরকার গঠন করে দেশ সেবায় নিয়োজিত থাকে, তখন দেশের জনগণ ভাল থাকে।
দেশে কোন প্রকার সন্ত্রাস, রাহাজানী, অর্থ সংকট ও দুর্ভিক্ষ থাকেনা বলে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশের ন্যায় রাজশাহী মহানগর রাজপাড়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে মিজানুর রহমান মিনু বলেন, দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নাই, তেল নাই, আটা নাই। অনেক মা তার সন্তানকে অর্থের জন্য বিক্রি করে দিচ্ছেন। দারিদ্র্যতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে বিষ খাচ্ছেন।
দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ভালো আছেন। তাই দেশের মানুষকে বাঁচতে হলে এ সরকারকে সরাতে হবে। আপামর জনসাধারণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন ঘটানো হবে।
তিনি আরো বলেন, এই সরকারের সময় বেশি নেই। যে কোনো সময়ে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাবে। কারণ বিএনপি’র আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার দিশেহারা হয়ে পড়েছে। ভয়ে তারা এখন আইনশৃংখলা বাহিনী দিয়ে বিএনপি’র সকল প্রকার কর্মসূচীতে বাধা প্রদান করছে। কিন্তু বিএনপি আর কোন দলের বা আইন শৃংখলা বাহিনীর চোখ রাঙ্গানীকে ভয় পায়না। এখন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ বলে উল্লেখ করেন তিনি।
সেইসাথে বিএনপি’র দশ দফা বাস্তবায়নে সকল নেতাকার্মী ও সাধারণ জনগণকে রাজপথে অবস্থান করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন অর মামুন।
আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার ও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী। এছাড়াও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ ও রাজপাড়া ছাত্রদলের আহ্বায়ক রাতুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলন করে এই স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে : মিনু

আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

যে নির্বাচনে ধানের শীষ নাই, বিএনপি নাই, খালেদা জিয়া নাই, তারেক জিয়া নাই, সেই নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। ঈদের পর চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করে এই স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাবে।
বিএনপি স্বাধীনতার পক্ষের দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। বিএনপি দেশ ও জনগণের উন্নয়নের দল। বিএনপি যখন সরকার গঠন করে দেশ সেবায় নিয়োজিত থাকে, তখন দেশের জনগণ ভাল থাকে।
দেশে কোন প্রকার সন্ত্রাস, রাহাজানী, অর্থ সংকট ও দুর্ভিক্ষ থাকেনা বলে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশের ন্যায় রাজশাহী মহানগর রাজপাড়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং সার ও ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুণরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও ১০দফা বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এই কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানার সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে মিজানুর রহমান মিনু বলেন, দেশের সাধারণ মানুষের ঘরে আজ চাল নাই, তেল নাই, আটা নাই। অনেক মা তার সন্তানকে অর্থের জন্য বিক্রি করে দিচ্ছেন। দারিদ্র্যতার কারণে স্বামী-স্ত্রী বাচ্চাকে নিয়ে বিষ খাচ্ছেন।
দেশের মোট জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ভালো আছেন। তাই দেশের মানুষকে বাঁচতে হলে এ সরকারকে সরাতে হবে। আপামর জনসাধারণকে সঙ্গে নিয়েই এ সরকারের পতন ঘটানো হবে।
তিনি আরো বলেন, এই সরকারের সময় বেশি নেই। যে কোনো সময়ে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাবে। কারণ বিএনপি’র আন্দোলন দেখে এই বিনা ভোটের সরকার দিশেহারা হয়ে পড়েছে। ভয়ে তারা এখন আইনশৃংখলা বাহিনী দিয়ে বিএনপি’র সকল প্রকার কর্মসূচীতে বাধা প্রদান করছে। কিন্তু বিএনপি আর কোন দলের বা আইন শৃংখলা বাহিনীর চোখ রাঙ্গানীকে ভয় পায়না। এখন যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ বলে উল্লেখ করেন তিনি।
সেইসাথে বিএনপি’র দশ দফা বাস্তবায়নে সকল নেতাকার্মী ও সাধারণ জনগণকে রাজপথে অবস্থান করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি।
কর্মসূচিতে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সদস্য সচিব মামুন অর মামুন।
আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মাহবুব সাঈদ টুকু, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, সাধারণ সম্পাদক আতাউর রহমান, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার ও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী। এছাড়াও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ ও রাজপাড়া ছাত্রদলের আহ্বায়ক রাতুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।