ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনে যোগ দিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ১১:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড়সহ আসেপাশের সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইশরাকপন্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে মাঠে এসে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন তিনি।

এর আগে বিকেলে ফেসবুকের এক পোস্টে আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে রাজপথে সহঅবস্থান করার জন্য আন্দোলনস্থলে আসবেন বলে ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় আন্দোলনস্থলে তাকে পেয়ে উচ্ছ্বসিত হোন সমর্থকরা। এসময় বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা।

ইশরাক বলেন, একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে।

সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

তিনি আরও বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকেকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।

তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্দোলনে যোগ দিয়ে দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক

আপডেট সময় : ১১:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে রাজধানীর মৎস্য ভবন মোড়সহ আসেপাশের সড়ক অবরোধ করে আন্দোলন করেছে ইশরাকপন্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে মাঠে এসে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বুধবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সমর্থক আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে একথা বলেন তিনি।

এর আগে বিকেলে ফেসবুকের এক পোস্টে আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে রাজপথে সহঅবস্থান করার জন্য আন্দোলনস্থলে আসবেন বলে ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সন্ধ্যায় আন্দোলনস্থলে তাকে পেয়ে উচ্ছ্বসিত হোন সমর্থকরা। এসময় বিভিন্ন স্লোগানে মাতিয়ে তোলেন পুরো এলাকা।

ইশরাক বলেন, একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে।

সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে অভিযোগ তুলে ইশরাক বলেন, নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কী আশা করা যায় যে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

তিনি আরও বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকেকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের হয়ে কাজ করুক, কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।

তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।